কাতার টি-টেন লিগে দল পেলেন নাঈম ও নিষিদ্ধ শাহাদাত

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আবুধাবির পর এবার কাতারও আয়োজন করতে যাচ্ছে টি-টেন লিগ। আগামী ৭ ডিসেম্বর পর্দা উঠছে এই টুর্নামেন্টের। কাতারে অনুষ্ঠিত এই টি-টেন টুর্নামেন্টের প্রথম আসরেই দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার শাহাদাত হোসেন এবং নাঈম ইসলাম।
শাহাদাতকে দলে ভিড়িয়েছে ডেজার্ট রাইডার্স। আর নাঈম খেলবেন হিট স্টোর্মার্সের হয়ে। যদিও শাহাদাতের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কদিন আগেই জাতীয় ক্রিকেট লিগে হাতাহাতিতে জড়িয়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই পেসার।

এর মধ্যে শেষ দুই বছরের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। এর ফলে কাতার টি-টেন লিগে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। নাঈমের খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্রের উপর।
কাতারের এই টি-টেন লিগকে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বীকৃতি দিয়েছে। ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে কাতার টি-টেন লিগের প্রথম আসর চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
টুর্নামেন্টে অংশ নেয়া ছয়টি দল হলো পার্ল গ্ল্যাডিয়েটরস, ফ্লায়িং অরিক্স, ডেজার্ট রাইডার্স, সুইফট গ্যালোপার্স, ফ্যালকন হান্টার ও হিট স্টোর্মার্স। টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি কতৃপক্ষ।