বুমরাহর সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চান না রাহুল

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বয়সভিত্তিক দলে এক সঙ্গে খেলেছেন জসপ্রিত বুমরাহ এবং লোকেশ রাহুল। দুজনই এখন ভারতের স্কোয়াডের বাইরে। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নেই পেস তারকা বুমরাহ। আর পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন রাহুল।
ভারতের ওপেনার রাহুলের মতে বুমরাহ অসাধারণ এক প্রতিভা। ক্রিকেটের প্রতি এই পেসারের নিবেদন প্রতিনিয়ত মুগ্ধ করে রাহুলকে। তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

রাহুল বলেছেন, ‘সে অসাধারণ একটি প্রতিভা এবং দেশের হয়ে খেলার আগেই আমি তার সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলাম। বয়সভিত্তিক দলে আমরা একই সঙ্গে খেলেছি। । সে এমন একজন, যে ক্রিকেট সম্বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ এবং নিবেদিত প্রাণ।’
একই দলের হয়ে খেললেও নেটে অনুশীলনে বুমরাহর আগুন ঝরা বোলিং সামলাতে হয় রাহুলকে। মূলত বুমরাহর বোলিংয়ের গতির কারণের তাঁর সঙ্গে দ্বন্দ্বে জড়ানো উচিত নয় বলে মনে করেন রাহুল। এই কারণে রাহুল এই পেসারের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলেন। বুমরাহ প্রতিনিয়ত নিজের উন্নতির জন্য চেষ্টা করেন বলে জানান রাহুল।
রাহুলের ভাষ্যমতে, ‘সে এমন একজন, যার সঙ্গে আপনি দ্বন্দ্বে জড়াতে চাইবেন না। কারণ সে মারাত্মক গতিতে বল করে এবং যখন আমরা একে অপরের বিপক্ষে খেলি আমরা প্রতিদ্বন্দ্বীও। এখানে কোনো দয়া মায়া নেই। এমনকি দেশের জন্য একসঙ্গে খেললেও সে সব সময় লড়াইয়ের মেজাজে থাকে। সে দেশের জন্য যা করছে তা দুর্দান্ত। আমি জানি সে প্রতিনিয়ত ভালোর খোঁজে আছে।’