promotional_ad

শীর্ষে ফেরার মিশনে আবাহনী

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলমান ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) একাদশ রাউন্ড শুরু হতে যাচ্ছে আগামীকাল। সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 


বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে আত্মবিশ্বাসের দিক থেকে বেশ এগিয়ে থাকছে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন আবাহনী। কারণ এখন পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে ৯টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে তারা।


নবম রাউন্ড পর্যন্তই শীর্ষ স্থান ধরে রেখেছিল দলটি। তবে, নিজেদের শেষ ম্যাচে রূপগঞ্জের বিপক্ষে হেরে শীর্ষ স্থান হারায় আবাহনী। ফলে এই ম্যাচ জিতে শীর্ষে ফেরার লক্ষ্য থাকবে দলটির। এদিকে, মাত্র ৫টি ম্যাচ জিতে সপ্তম স্থানে আছে নুরুল হাসান সোহানের দল শেখ জামাল। 


তবে এক দিক থেকে আবাহনীর থেকে এগিয়ে আছে সোহান বাহিনী। নিজেদের সর্বশেষ ম্যাচে বিকেএসপিরর বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছিল তারা। যেখানে লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে শেষ ম্যাচে ৬ উইকেটে হেরেছিল মোসাদ্দেকের দল আবাহনী। 



promotional_ad

অবশ্য শক্তিমত্তায় যে শেখ জামালের থেকে যথেষ্ট এগিয়ে আবাহনী তা বলাই বাহুল্য। অধিনায়ক মোসাদ্দেক ছাড়াও দলটিতে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিনদের মতো তারকা খেলোয়াড়েরা। 


যদিও ব্যাট হাতে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের থেকে প্রতিনিয়ত ভালো পারফর্ম করে যাচ্ছেন ওপেনার জহুরুল ইসলাম অমি। এখন পর্যন্ত টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক ব্যাটসম্যানও তিনি। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার এরই মধ্যে হাঁকিয়েছেন ২টি সেঞ্চুরি এবং সমান সংখ্যক হাফসেঞ্চুরি। মোট ৯টি ম্যাচে ৭৪.৫৭ গড়ে ৫২২ রান সংগ্রহ করেছেন তিনি। সুতরাং আগামীকালের ম্যাচেও পাদপ্রদীপের আলোয় থাকবেন জহুরুল।


এদিকে দল শেখ জামাল দলটিতেও অভিজ্ঞ এবং তারকা ক্রিকেটারদের সংখ্যা খুব একটা কম নয়। সোহান ছাড়াও দলটিতে আছেন নাসির হোসেন, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান এবং তানবির হায়দারদের মতো খেলোয়াড়েরা। আগামীকালের ম্যাচে তারা জ্বলে উঠতে পারলে আবাহনীর জন্য জয় পাওয়া যে বেশ কঠিন হবে তা সহজেই অনুমেয়। 


আবাহনীর বিপক্ষে কালকের ম্যাচে জয় পেতে হলে শেখ জামাল অনেকাংশে নির্ভর করতে পারে ২৯ বছর বয়সী বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিলের ওপর। এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের মধ্যে অষ্টমে অবস্থান তাঁর। ৫.৬৩ ইকোনমি রেট এবং ২৬.১৪ গড়ে বোলিং করেছেন তিনি।এছাড়াও ব্যাট হাতে ফর্মে আছেন অধিনায়ক নুরুল হাসান। ১০ ম্যাচে ৫০.৫৭ গড়ে ৩৫৪ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। 


আবাহনী লিমিটেডঃ 



মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।


শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ 


নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), তানবির হায়দার।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball