promotional_ad

রুবেলের পাশে প্রাইম ব্যাংক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ব্রেইন টিউমারে আক্রান্ত মোশারফর রুবেল ইতিমধ্যে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন। তবে চিকিৎসার জন্য আবারও যেতে হবে সিঙ্গাপুরে। টিউমারের জীবাণু নির্মূল করতে নিতে হবে রেডিওথেরাপি ও কেমোথেরাপি। ফলে অনেক অর্থ প্রয়োজন।


এই সময়ে তাকে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন সতীর্থ্যরা। ঢাকা প্রিমিয়ার লিগের দল প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা আর্থিক ভাবে সহযোগীতা করছেন রুবেলকে।



promotional_ad

তারা তাদের  গত দুই ম্যাচের বোনাসের পুরো টাকাটাই দিয়ে দিয়েছেন রুবেলের চিকিৎসার জন্য। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ যে দুই ম্যাচ জিতেছে, সেই দুই ম্যাচের উইনিং বোনাসের টাকা রবিবার রুবেলের হাতে তুলে দিয়েছেন প্রাইম ব্যাংকের খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা।


সূত্র মতে জানা গেছে দুই লাখ টাকা দেয়া হয়েছে রুবেলকে। এসময় রুবেলকে সাথে নিয়ে ছবি তুলেছেন প্রাইম ব্যাংকের খেলোয়াড়রা। সেই ছবি পোস্ট দিয়ে রুবেলকে সহযোগীতার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্রেইন টিউমার অপসারণ শেষে গত সপ্তাহেই দেশে ফিরেছেন রুবেল। প্রথম অস্ট্রোপচারেই খরচ হয়েছে ৩৫ লাখ টাকা।



এরপর কেমো থেরাপি বাবদ ৫০-৬০ লাখ টাকা লাগবে বলে ধারণা করা হচ্ছে। এই দুঃসময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সতীর্থ্যরা পাশে দাঁড়িয়েছেন রুবেলের।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball