promotional_ad

বিশ্বকাপের আগে কাউন্টি দলে টেইলর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


কাউন্টি চ্যাম্পিয়নশীপের ওয়ানডে কাপের জন্য কিউই তারকা রস টেইলরকে দলে ভিড়িয়েছে মিডেলসেক্স ক্রিকেট ক্লাব। ফলে আসন্ন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে বেশ কিছু ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হবে এই তারকার।


আগামী ২৫ এপ্রিল সারের বিপক্ষে মিডেলসেক্সের হয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে তাঁর। এই টুর্নামেন্টের শেষ ৫টি ম্যাচের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে মিডেলসেক্স ক্রিকেট ক্লাব।



promotional_ad

আগামী ১০ এপ্রিল এই টুর্নামেন্টের প্লে অফ ও ১২ এপ্রিল সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে মাঠে গড়াবে ফাইনাল। তবে এই ম্যাচে টেইলরকে পাওয়া যাবে না।


কারণ এদিন নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাঁর। পল স্টার্লিং ও ইয়ন মরগ্যানের অনুপস্থিতিতেই মিডেলসেক্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন টেইলর।


মিডেলসেক্স ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক অ্যাঙ্গাস ফ্রেজার জানিয়েছেন ওয়ানডে কাপের অর্ধেকেরও বেশি সময় পাওয়া যাবেনা দলটির দুই তারকা ইয়ন মরগ্যান ও পল স্টার্লিংকে। তাদের শূন্যতা পূরণ করতেই রস টেইলরকে নেয়া হয়েছে।



'ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিশ্বকাপের আগের সূচি অনুযায়ী মিডেলসেক্স ইয়ন মরগ্যান ও পল স্টার্লিংয়ে ছাড়া রয়্যাল লন্ডন কাপের অর্ধেকেরও বেশি সময় কাটাবে। ইয়ন এবং পল ওয়ানডের সেরা ক্রিকেটার এবং আমরা নিজেদের শক্তিশালী করতে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে তাদের শূন্যতা পূরণ করতে চাই।এই শূন্যতা পূরণে রসের মতো একজন অসাধারণ খেলোয়াড় ক্লাবের সম্পদ।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball