promotional_ad

জহুরুলের রান বন্যা চলছেই

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
 
সদ্যই শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) নবম রাউন্ড। আর এই রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন আবাহনী লিমিটেডের ব্যাটসম্যান জহুরুল ইসলাম। 


৩২ বছর বয়সী এই ডানহাতি এবারের টুর্নামেন্টে রানের ফোয়ারা ছোটাচ্ছেন। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৫২২ রান করেছেন। যেখানে তাঁর ব্যাটিং গড় ৮৭ এবং স্ট্রাইক রেট ৭৭.১০। তাঁর রয়েছে ২টি সেঞ্চুরি এবং সমান সংখ্যক হাফসেঞ্চুরি। 


জহুরুলের পর দ্বিতীয় স্থানে আছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক আনামুল হক বিজয়। ৯ ম্যাচে ৬০.১২ গড় এবং ৮৩.৭৯ স্ট্রাইক রেটে ৪৮১ রান সংগ্রহ করেছেন তিনি। ব্যাট হাতে এখন পর্যন্ত ৩টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। 



promotional_ad

তালিকার তৃতীয়তে অবস্থান করছেন প্রাইম ব্যাংকের ভারতীয় রিক্রুট অভিমন্যু এসওয়ারান। ৬টি ম্যাচে ৪৭৪ রান করেছেন তিনি। যেখানে তাঁর ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট যথাক্রমে ৭৯ এবং ৯৩.৩০। ১টি সেঞ্চুরি ছাড়াও ৩টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর এই ডিপিএলে এখন পর্যন্ত। 


চতুর্থ সেরা রান সংগ্রাহক ব্যাটসম্যান প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের সাইফ হাসান। ৬৬.২৮ গড়ে ব্যাটিং করা এই ডানহাতির সংগ্রহ ৯ ম্যাচে ৪৬৪ রান এবং স্ট্রাইক রেট ৭৮.২৪। সাইফের রয়েছে ২টি সেঞ্চুরি এবং সমান সংখ্যক হাফসেঞ্চুরি। 


তালিকার পঞ্চম স্থানটি দখলে রেখেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রকিবুল হাসান। ৫৮.২৮ গড় এবং ৯৪.৮৮ স্ট্রাইক রেটে মোট ৯ ম্যাচে ৪০৮ রান করেছেন তিনি। সেঞ্চুরির স্বাদ না পেলেও ৫টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন রকিবুল। 



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball