promotional_ad

হ্যাট্রিক জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে কলকাতা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের আইপিএল আসরের শুরুটা দারুণ করেছে দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। এবার টানা তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে দলটি। দিল্লির ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। 


এর আগে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ উইকেটে উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছিলো কলকাতা। এরপর দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে পরাজিত করে দ্বিতীয় জয়ের দেখা পায় কার্তিক বাহিনী। সুতরাং আজকের ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের কমতি থাকছে না তাদের। 


এদিকে কলকাতার প্রতিপক্ষ দিল্লি এখন পর্যন্ত ২টি ম্যাচের মধ্যে ১টিতে জয় লাভ করেছে। আর সেই জয়টি এসেছে তাদের প্রথম ম্যাচেই। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএলের তৃতীয় ম্যাচে ৩৭ রানে পরাজিত করেছিলো স্রেয়াশ আইয়ারের দিল্লি। 


এরপর দ্বিতীয় ম্যাচেই অবশ্য পরাজয়ের সম্মুখীন হয় তারা। মহেন্দ্রা সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরে যায় দলটি। আজ জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে তাই মাঠে নামবে পয়েন্ট টেবিলের তৃতীয়তে থাকা দিল্লি। 



promotional_ad

তবে কাজটি যে খুব একটা সহজ হবে না তাদের জন্য তা বলাই বাহুল্য। কেননা বর্তমানে দারুণ ফর্মে আছেন রাইডার্স ক্রিকেটাররা। হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৭ বলে ৬৮ রান করেছিলেন ওপেনার নিতিশ রানা। 


একই সাথে ১৯ বলে ৪৯ রানের অপরাজিত ক্যামিও ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এরপর দ্বিতীয় ম্যাচে জোড়া হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন রবিন উথাপ্পা এবং নিতিশ রানা। সে ম্যাচেও ১৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন রাসেল। সুতরাং আজকের ম্যাচেও রাসেল এবং রানা হতে পারেন কলকাতার তুরুপের তাস। 


অপরদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে দারুণ খেলেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ট। ২৭ বলে ৭৮ রানের ক্যামিও উপহার দিয়েছিলেন তিনি মুম্বাইয়ের বিপক্ষে সেই ম্যাচে। এছাড়াও ৩২ বলে ৪৭ রান করেছিলেন কলিন ইনগ্রাম। আর দ্বিতীয় ম্যাচে ওপেনার শিখর ধাওয়ান হাঁকিয়েছিলেন হাফসেঞ্চুরি। সবমিলিয়ে আজ দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে লড়াইটি জমজমাট হবে বলে আশা করা যাচ্ছে।


উল্লেখ্য এবারের আইপিএলে বিদেশি তারকাদের মধ্যে দিল্লি ক্যাপিটালস দলটিতে আছেন কলিন মুনরো, ক্রিস মরিস, ট্রেন্ট বোল্ট, সন্দ্বীপ লামিচানের মতো ক্রিকেটাররা। আর কলকাতা স্কোয়াডে আন্দ্রে রাসেল ছাড়াও থাকছেন সুনীল নারিন, কার্লোস ব্রাথওয়েট, লকি ফার্গুসন, অ্যানরিচ নর্টজেরা।     


দিল্লি ক্যাপিটালস স্কোয়াডঃ 



স্রেয়াশ আইয়ার (অধিনায়ক), পৃথ্বী শ, ঋষভ পন্থ, মনজোৎ কালরা, কলিন মুনরো, ক্রিস মরিস, জয়ন্ত যাদব, রাহুল তেয়াটিয়া, হর্ষল প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, সন্দ্বীপ লামিচানে, আবেশ খান, শিখর ধাওয়ান, বান্দারু আয়াপ্পা, জলজ সাক্সেনা, ইশান্ত শর্মা, হনুমা বিহারী, অক্ষর প্যাটেল, অঙ্কুশ বেইনস, নাথু সিং, কলিন ইনগ্রাম, শারফানে রাদারফোর্ড, কিমো পল


কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডঃ


দীনেশ কার্তিক (অধিনায়ক), রবিন উথাপ্পা, নিখিল নায়েক, ক্রিস লিন, নীতিশ রানা, শুভমান গিল, রিঙ্কু সিং, জো ডেনলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অ্যানরিচ নর্টজে, শ্রীকান্ত মুন্ধে, কার্লোস ব্রাথওয়েট, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, শিভাম মাভি, কমলেশ নাগারকোটি, লকি ফার্গুসন, হেনরি গার্নি, পৃথ্বীরাজ ইয়ারা৷



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball