সেরা পারফর্মারঃ ফরহাদ রেজা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দলকে ফাইনালে তুলতে নিদারুণ ভূমিকা পালন করেছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ফরহাদ রেজা। প্রথমে টি-টুয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং, এরপরে ব্যাট হাতে ফিনিশিংয়ে দলকে ফাইনালে তুলেছেন তিনি।
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন যেন শুধুই ছিল ফরহাদের। বল হাতে এদিনে তিনি নিয়েছেন ৩২ রান খরচায় পাঁচ উইকেট।

এরই মধ্যে উনিশতম ওভারের শেষ তিন বলে তিন উইকেট নিয়েছেন তিনি। তবে দুর্ভাগ্য ফরহাদের। মনির হোসেনকে ফেরানোর পরের বলে ওয়াইড দিয়েছেন তিনি।
এরপরে ফিরিয়েছেন ম্যাচটিতে ক্যামিও খেলা অলক কাপালিকে। তাঁর শেষ শিকার মোহর শেখ। এরপরে দলের যখন ফিনিশিং দরকার, তখন দুইটি চার ও সমান ছক্কায় ৮ বলে ২৪* রানের দুরন্ত এক ইনিংস খেলেছেন ফরহাদ।
প্রাইম দোলেশ্বরকে রীতিমতো জাদুকরী পাফরমেন্সেই ফাইনালে নিয়ে যাচ্ছেন তিনি। দিনের আরেক ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ২৯ বলে ৭২* রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন শেখ জামালের জিয়াউর রহমান। তবে শুক্রবারের সেরা ডিপিএল পারফর্মেন্স ছিল ফরহাদেরই।