promotional_ad

দারুণ শুরুর পর সাজঘরে মিজানুর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে মাঝারি পুঁজি পেয়েছে আবাহনী লিমিটেড। তাদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৫০ রান। জবাবে ব্যাট করছে ব্রাদার্স ইউনিয়ন।


দারুণ শুরুর পর সাজঘরে মিজানুরঃ


দারুণ শুরুর পর ৩০ রান করে তাপস ঘোষের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মিজানুর রহমান। এরপর ইয়াসিরকে সঙ্গ দিতে আসেন শরিফুল্লাহ।


মিজানুর-ইয়াসিরের জুটিঃ


দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন মিজানুর রহমান ও ইয়াসির আলী। 


শুরুতেই সাজঘরে রাব্বিঃ



promotional_ad

ব্রাদার্সের ওপেনার ফজলে মাহমুদ রাব্বি রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন মোসাদ্দেক হোসেনের বলে বোল্ড হয়ে। 


প্রথম ইনিংস বিবরণঃ


টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে আবাহনী। দুই ওপেনারই ব্যর্থ হন। মুনিম শাহরিয়ার আউট হয়েছেন ৩ রান করে। সমান সংখ্যক রান করে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।


এরপর তৃতীয় উইকেটে মোসাদ্দেক হোসেনের সাথে ৫০ রানের জুটি গড়েন সাব্বির। সাবলীল সাব্বির রানের চাকা সচল রাখলেও উইকেটে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি মোসাদ্দেক।


নবম ওভারে ১৮ বলে ২৩ রান করে মোহাম্মদ শাহজাদার বলে লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি।  সেখান থেকে বাঁহাতি জাহিদ জাভেদকে নিয়ে আবাহনীর রানের চাকা সচল রাখেন সাব্বির।


এরপর মাত্র ৩৯ বলে দারুণ এক অর্ধশতক তুলে নেন এই হার্ড হিটার। তিনি ৪৩ বলে ৫৮ রান করে আউট হয়েছেন শাখাওয়াতের বলে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে। জাহিদ একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রেখেছেন।


তবে তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। আব্দুল্লাহ আল মামুন আউট হয়েছেন ৬ রান করে। তাপস ঘোষ ফিরেছেন ৪ রান করে। জাহিদ ইনিংসের শেষ দিকে ৪৪ রান করে মেহেদীর বলে ক্যাচ দিয়েছেন মিজানুরের হাতে।



তবে শেষ পর্যন্ত ১ রান করে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শাকিল হোসেন। ব্রাদার্সের হয়ে ২টি করে উইকেট নিয়েছে রনি হোসেন ও মেহেদী হাসান। ১টি করে উইকেট গেছে হাবিবুর রহমান, শাখাওয়াত হোসেন ও মোহাম্মদ শাহাজাদার ঝুলিতে।
 
সংক্ষিপ্ত স্কোরঃ


আবাহনীঃ ১৫০/৭ (২০ ওভার)


(সাব্বির ৫৮, জাহিদ ৪৪; রনি ২/৩২, মেহেদী ২/২৬)


ব্রাদার্স ইউনিয়নঃ ৭৭/২ (১২ ওভার)


(ইয়াসির ৩৪*, শরিফুল্লাহ ৮*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball