শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী শেখ জামাল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডিপিএলের শিরোপার দিকে এখনই নজর দিতে চায় না শেখ জামাল ধানমন্ডি ক্লাব, তবে শিরোপা জয়ে আত্মবিশ্বাসী দলটি। দলের কোচ সোহেল ইসলাম ডেইলি সানকে জানিয়েছেন এমনটাই।
আসন্ন ডিপিএল উপলক্ষে ড্রাফটে সবচেয়ে বেশি খরচ করেছে ধানমন্ডির এই ক্লাবটি। দলটি মোট খরচ করেছে দুই কোটি ২১ লাখ টাকা। শক্তিশালী দলটির কোচ জানান,
'আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমরা সুপার লীগে খেলব। তারপর আমরা চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবব। আগে থেকে ছেলেদের কিছু বলে তাঁদের উপর অযাচিত চাপ প্রয়োগের মানে নেই।

'আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব, বেশি সামনে কি হবে তা নিয়ে ভাবছি না। এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি না। এতো আগে ভাবাও ঠিক না। তবে শিরোপা জেতার সামর্থ্য যে কয়টি দলের আছে আমরা তাঁর মধ্যে অবশ্যই আছি।'
দলটি নুরুল হাসান সোহান, তানবির হায়দার এবং জিয়াউর রহমানকে রেখে দিয়েছে। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, তাইজুল ইসলাম, মোহাম্মদ খালেদ, শহিদুল ইসলাম,সালাউদ্দিন শাকিলদের মতো ক্রিকেটার দলে ভিড়িয়েছে তাঁরা।
'আমরা কিছু অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছি। তাঁরা আমাদের শক্তির দিক। আমরা বিপদে পড়লে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। আমাদের দলে আফ্রিদির মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারও আছে।
'এছাড়া ফারদিন এবং রাকিনের মতো ব্যাটসম্যানরাও আছে। আমি মনে করি আমা???ের শক্ত ব্যাটিং লাইনআপ আছে, এছাড়া আমাদের বোলিং লাইনআপও এই লীগে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর মতো।'
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবির হায়দার।