আবারও শেষ উইকেট জুটিতে রক্ষা সেন্ট্রাল জোনের

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমে উঠেছে সেন্ট্রাল জোন এবং সাউথ জোনের ম্যাচ। সেন্ট্রাল জোনের ছুঁড়ে দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ রান সংগ্রহ করতেই দুই উইকেট হারিয়েছে সাউথ জোন।
দুটি উইকেটই নিয়েছেন আবু হায়দার রনি। শেষ দিনে সাউথ জোনের প্রয়োজন ২২৮ রান, হাতে আছে আটটি উইকেট। উইকেটে আছেন শাহরিয়ার নাফিস (১১*) এবং তুষার ইমরান (১০)।

নিজেদের প্রথম ইনিংসে শেষ উইকেট জুটিতে ১২৪ রান তুলেছিল সেন্ট্রাল জোন। দ্বিতীয় ইনিংসেও সেই শেষ উইকেটে জুটিতে তাঁরা তুলেছে ৭৯ রান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আব্দুল মজিদ অবশ্য এদিনে শেষ উইকেট জুটিতে ছিলেন না।
এদিনে ছিলেন দুই পেসার শহিদুল ইসলাম (৪১*) এবং রবিউল হক (৩৭)। মেহেদী হাসানের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৮৫ রানে নয়টি উইকেট পড়লে শেষ উইকেট জুটির সহায়তায় ২৬৪ রানে থামে সেন্ট্রাল জোন।
এদিনে সাউথ জোনের স্পিনার মেহেদী হাসান নিয়েছেন পাঁচটি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম এবং আব্দুর রাজ্জাক। সেন্ট্রাল জোনের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেছেন লিটন দাস।
এছাড়া শুভাগত হোমের ব্যাট থেকে আসে ৩৬ রান। ম্যাচের বর্তমান অবস্থা থেকে যেকোনো দলই জিততে পারে ম্যাচটি।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- সাউথ জোন (ফিল্ডিং)
সেন্ট্রাল জোন প্রথম ইনিংসঃ- ২৮২/১০
(মজিদ ১৪১*, শহীদুল ৫৮, শান্ত ২৩; আল আমিন ৩/৬৫, রাজ্জাক ৩/৭০)
সাউথ জোন প্রথম ইনিংসঃ- ২৮১/১০
(ফাজলে রাব্বি ৯৪, নাফিস ৭১, বিজয় ৩১; মোশাররফ ৪/৫৩)
সেন্ট্রাল জোন দ্বিতীয় ইনিংসঃ- ২৬৪/১০
(লিটন ৮৪, শহিদুল ৪১*; মেহেদী ৫/৭২)
সাউথ জোন দ্বিতীয় ইনিংসঃ- ৩৮/২ (লক্ষ্য ২৬৬ রান)
(নাফিস ১১*; রনি ২/১৭)
জয়ের জন্য শেষ দিনে সাউথ জোনের প্রয়োজন ২২৮ রান, হাতে আছে আটটি উইকেট।