কোলপাকের থাবায় হারিয়ে গেলেন আরেক জিম্বাবুয়ে ক্রিকেটার

ছবি: ব্লেসিং মুজারাবানি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুইয়ান তরুণ পেসার ব্লেসিং মুজারাবানি কিছুদিন আগেই জিম্বাবুয়ের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। মাত্র ২১ বছর বয়সী এই ক্রিকেটার তার নতুন ক্যারিয়ার শুরু করতে চলেছেন ইংল্যান্ডে।
এ কারণেই জিম্বাবুয়ের ক্রিকেট থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবসর ঘোষণার তিনদিন পরেই ইংলিশ কাউন্টি দল নরদাম্পটনশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। তিন বছরের চুক্তিতে সেখানে খেলবেন তিনি।

ফলে কোলপাকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে গেল আরও একজন ক্রিকেটার। এর আগেও কোলপাকের কারণে হারিয়ে গিয়েছে জিম্বাবুয়ের অনেক ক্রিকেটার।
২০১৭ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই জিম্বাবুইয়ান পেসার। এরপর ১৮ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ ও ছয়টি টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে উত্তাপ ছড়িয়েছেন প্রায় সব ম্যাচেই।
ওয়ানডেতে দখল করেছেন ১৮ টি উইকেট। সঙ্গে টি২০ ক্রিকেটে শিকার করেছেন ৯ টি উইকেট। জিম্বাবুয়ের হয়ে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার।
তবে সাদা পোষাকে কোনো উইকেটের দেখা পাননি মুজারাবানি। ফলে কিছুটা আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন এই ক্রিকেটার।