আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান বেল

ছবি: ছবিঃ- এএফপি

ইংল্যান্ড জাতীয় দলের এক সময়কার দুর্দান্ত ব্যাটসম্যান ইয়ান বেল আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ৩৬ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে।
কিন্তু তিন ম্যাচের ওই সিরিজে ২-০ তে পরাজিত হয় ইংল্যান্ড। তারপর থেকে তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। তবে ইংল্যান্ডের হয়ে ১১৮ টেস্ট খেলে প্রায় ৪৩ গড়ে ৭৭২৭ করা এই ব্যাটসম্যান নিজেকে আবার ফিরে পেয়েছেন।
সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার ব্যাটের ধারেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন তিনি। ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশেয়ারের হয়ে ৮ ম্যাচ খেলে ৫২.৪২ গড়ে ৬৬৫ রান করেছেন তিনি

জাতীয় দলে ফেরা নিয়ে বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যদি আপনি আমাকে প্রশ্ন করেন তবে অবশ্যই বলব আমি আবার জাতীয় দলের হয়ে খেলতে চাই। গত বছর, আমি ভাল কোন অবস্থায় ছিলাম না। আমি ঠিকমতো ব্যাটিং করতে পারছিলাম না।'
'তখন আমার নিজের মনে অনেক প্রশ্ন জাগে যে এটি অবসর নেওয়ার সময় কিনা? আমি জানি না ঠিক কি ভেবেছিলাম; কিন্তু আমি ক্রিকেটেই ফিরে আসি এবং আমাদের ব্যাটিং কোচ টনি ফ্রস্টের সাথে নেট সেশনে অনুশীলন করি। ঠিক যেমনটা ব্যাটিং আমি তার আগের দুই বছরে করেছি।'
তবে ইংল্যান্ডের বর্তমান মিডেল অর্ডারে জায়গা করে নেওয়াটা বেশ কঠিন হবে বেলের জন্য। কেননা নিয়মিতই রান পাচ্ছেন ইংলিশ ব্যাটসম্যানরা। তবে বেল তার সাম্প্রতিক ফর্ম থেকে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন।