লিনের পায়ে বোর্ডের বেড়ি?

ছবি:

গ্লোবাল টি-টুয়েন্টি কানাডা লীগে মার্কি প্লেয়ারের তালিকায় ছিলেন অজি ওপেনার ক্রিস লিন। তবে এই আসরে খেলতে দেখা যাচ্ছে না অজি এই তারকাকে।
ভারতীয় গণমাধ্যম গুলোর খবর অনুযায়ী ক্রিকেট অস্ট্রেলিয়া বাঁধা দেওয়ার কারণেই নাকি কানাডার ফ্রেঞ্চাইজি লীগে খেলছেন না লিন। তবে বাঁধা দেওয়ার পেছনে নাকি কিছু যৌক্তিক কারণও আছে বোর্ডের।
লিন এমনিতেই অনেক বেশি ইনজুরি প্রবণ ক্রিকেটার। তার ডান কাঁধে এখন পর্যন্ত বেশ কয়েকবার অপারেশন হয়েছে। একারণে আইপিএল, পিসএলের মতো লীগও মিস করতে দেখা গেছে লিনকে।

একারণেই নাকি লিনকে কানাডায় খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বোর্ড। লিনের বিগব্যাশ ফ্রেঞ্চাইজি ব্রিসবেন হিটও নাকি ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে এই ব্যাপারে সায় দিয়েছে।
এমনকি অস্ট্রেলিয়ায় তার আরেক দল কুইন্সল্যান্ডও তাকে কানাডায় যেতে আপত্তিপত্র দিয়েছে। একারণেই লিন ছাড়াই চলছে গ্লোবাল টি-টুয়েন্টি কানাডা লীগ, বলে প্রকাশ করেছে ক্রিকইনফোর মতো ওয়েবসাইটও।
মূলত লিনকে নাকি ইনজুরি সেরে ওঠার জন্য সময় দিতে চাচ্ছে (পর্যাপ্ত পুনর্বাসন) ক্রিকেট অস্ট্রেলিয়া। কিছুদিন আগেই অবশ্য কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছিলেন লিন।