আগামী বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই...

ছবি:

কিছুদিন আগেই শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আরও দুই বছর পরে দক্ষিণ আফ্রিকায় হবে আরেকটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর সামনের বিশ্বকাপে ভালো দল গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে এখনই।
এরই মাঝে শুরু করা হয়েছে তিন সপ্তাহের প্রাথমিক স্কিল ক্যাম্প। এখানে ডাক দেওয়া হয়েছে ৩০ জন সম্ভাবনাময় ক্রিকেটারকে। বিকেএসপি আগামী সোমবার থেকে ৩রা জুন পর্যন্ত চলবে এই স্কিল ক্যাম্প।
দলে ডাক পাওয়াদের মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছেন বিকেএসপির ছাত্র শামিম পাটোয়ারি। এছাড়া সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতানো রাজশাহীর ১৬ বছর বয়সী পেসার শরিফুল ইসলামও এই ক্যাম্পে রয়েছেন।

প্রাথমিক দল:
ব্যাটসম্যানঃ মো. প্রান্তিক নওরোজ (বিকেএসপি), সাজিদ হাসান (ঢাকা দক্ষিণ), মোহাম্মদ তাহসিন (বরিশাল), প্রিতম কুমার (রাজশাহী), আলভি হক (চট্টগ্রাম), পারভেজ হোসেন ইমন (বিকেএসপি), মাহমুদুল হাসান জয় (বিকেএসপি), অমিত হাসান (ঢাকা মেট্রো), শামিম পাটোয়ারি (বিকেএসপি), ফজলে রাব্বি (বিকেএসপি), সাজ্জাদ শাহরিয়ার (বিকেএসপি), সিফাদ সাদিক খান (ঢাকা দক্ষিণ), আব্দুল্লাহ আল মামুন (রংপুর)।
অলরাউন্ডার: শাহদাত হোসেন দিপু (চট্টগ্রাম), এনামুল কবির (খুলনা), রিশাদ হোসেন (রংপুর), মৃত্যুঞ্জয় চৌধুরী (ঢাকা মেট্রো), অভিষেক দাস অরন্য (খুলনা), তানজিল হোসেন সাকিব (বিকেএসপি)।
স্পিনার: মেহেদি হাসান (খুলনা), রকিবুল হাসান (ঢাকা মেট্রো), রকিবুল আতিক (ঢাকা উত্তর), মিনহাজুর রহমান (ঢাকা দক্ষিণ), নাঈম হাসান সাকিব (সিলেট), মুজাক্বির হোসেন (সিলেট)।
পেসার: রুবেল আহমেদ (সিলেট), শরিফুল ইসলাম (রাজশাহী), আসাদুল্লাহ হিল গালিব (রংপুর), শাহিন আলম (বিকেএসপি), মেহেদি হাসান (চট্টগ্রাম)।