রাজ্জাকের ধারেকাছেও কেউ নেই!

ছবি:

সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) বুড়ো হাতে রীতিমতো ভেল্কি দেখিয়েছেন সাউথ জোনের ক্রিকেটার আব্দুর রাজ্জাক। ৩৫ বছর বয়সী এই অফস্পিনার এবার সংগ্রহ করেছেন ২৫ গড়ে ৪৩ টি উইকেট।
যার মধ্যে ইনিংস সেরা ফিগার ৪৮ রানের বিনিময়ে ছয়টি উইকেট। আর ম্যাচ সেরা ১০১ রানের বিনিময়ে ১১ টি উইকেট। আসরের উইকেট সেরা তো হয়েছেনই, এমনকি তার ধারেকাছেও যেতে পারেননি অন্য কোনো বোলার।

২৭.৪৮ গড় নিয়ে রাজ্জাকের সমান ছয়টি ম্যাচ খেলে ২৯ টি উইকেট সংগ্রহ করে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন আরেক স্পিনার সোহাগ গাজি। ইস্ট জোনের এই বোলারের ইনিংস সেরা বোলিং ১৪১ রানের বিনিময়ে ৭ টি।
এরপরে পাঁচ ম্যাচে প্রায় ৩৪ গড় নিয়ে আসরে ১৮ টি উইকেট শিকার করে তালিকায় তৃতীয় ইস্ট জোনের পেসার আবু জায়েদ। এছাড়া দৃষ্টিনন্দন পারফর্মেন্স ছিল নর্থ জোনের আরিফুল হকের।
এই পেস অলরাউন্ডার ছয়টি ম্যাচে নিয়েছেন ১৬ টি উইকেট, তালিকায় চতুর্থ অবস্থানে তিনি। আসরে দ্যুতি ছড়িয়েছেন নর্থ জোনের পেসার শফিউল ইসলামও। জাতীয় দলের ব্রাত্য এই পেসারের সংগ্রহ পাঁচ ম্যাচে ১৫ টি উইকেট।