ভারতে আরও ম্যাচ পাবে বাংলাদেশঃ পাপন

ছবি:

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিলো বাংলাদেশ। সেবার ঘরের মাটিতে ভারতই ছিল বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ। বাংলাদেশ নিজেদের অভিষেক টেস্টে ভারতকে ডাকলেও ভারতের মাটিতে খেলতে ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।
শেষমেশ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঐতিহ্যবাহী হায়দ্রাবাদ টেস্টে অংশ নিয়েছিলো ভারত-বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্টে সেবার জিতেছিল ভারত। তবে ভারতের মাটিতে আর যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিলো না টাইগারদের।
অবশ্য মাসখানেক পরেই আবারো ভারতের মাটিতে খেলবে বাংলাদেশ। যদিও তা ভারতের বিপক্ষে নয়, আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ। এরপরে চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে আবারো ভারত যাবে বাংলাদেশ।

তবে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনও সিরিজে অংশ নেওয়া হচ্ছে না বাংলাদেশের। এই বিষয়ে নড়েচড়ে বসেছে বিসিবি। কলকাতায় আইসিসির সভায় ভারতীয় বোর্ডের কাছে ভারতের মাটিতে খেলতে যাওয়ার প্রস্তাবও দিয়েছে তারা।
কলকাতা থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, 'বাংলাদেশ ভারতের মাটিতে মাত্র একটি টেস্ট খেলেছে। কিন্তু আগামী বছর গুলোর সূচি অনুযায়ী সেখানে আমাদের আরও ম্যাচ খেলার কথা।
'এমন সূচি আমরা সভায় প্রস্তাব করেছি। অর্থাৎ ভারতের সাথে আমাদের আরও ম্যাচ আছে। মাত্র একটি ম্যাচই তো খেললাম। আরও বেশি ম্যাচ হবে এটা নিশ্চিত। আমরা সবসময় ভারতের সমর্থন পেয়ে আসছি।'