promotional_ad

নিষ্প্রাণ ম্যাচে প্রাণ জাগালেন লিটন

promotional_ad

ম্যাচ শুরু হওয়ার আগেই আলো হারিয়েছে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচটি। কেননা শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে দল দুইটি। টাই ম্যাচটি ছিল শুধুই আয়োজনের।


তবে ক্রিকেটারদের জন্য তো আর তা নয়! নিষ্প্রাণ ড্রয়ের দিকে আগানো ম্যাচটিতে এদিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নিয়েছেন লিটন দাস। আগের দিন সেঞ্চুরি করা লিটন তৃতীয় দিনে অবশ্য ত্রিপলের জন্যই আগাচ্ছিলেন। তবে শেষপর্যন্ত ব্যর্থ হলেন তিনি।


তার ইনিংসে ভর করে মধ্যাঞ্চলের বিশাল রান টপকে লিড নিয়েছে পূর্বাঞ্চল। চতুর্থ দিনের আগে ৪৬ রানে এগিয়ে আছে দলটি। নিজেদের প্রথম ইনিংসে ছয় উইকেটে ৫৯২ রান করেছে তারা। 


এদিনে লিটনের ২৭৪ রানের ইনিংসে ছিল ৩৫ টি চার এবং দুটি ছক্কা। লিটন বল খেলেছেন ২৯৩ টি (লিটনের ডাবল সেঞ্চুরি সম্পর্কে আরও জানুন এই লিঙ্কে...)। এছাড়া এদিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন আফিফও। তার ১৪২ রানের ইনিংসে ছিল ১৫ টি চার এবং চারটি ছক্কা।



promotional_ad

লিটন দাসের মতো তিনিও আউট হয়েছেন ইলিয়াস সানির বলে। মূলত এই দুজনই ম্যাচের প্রেক্ষাপট বদলে দেন। চতুর্থ উইকেটে স্কোরবোর্ডে ২৯৮ রান যোগ করেন। দিনশেষে জাকের ৩২* ও সাইফউদ্দিন ২৯* রান নিয়ে ব্যাট করছেন। 


মধ্যাঞ্চলের হয়ে ৩টি উইকেট নিয়েছেন শুভাগত হোম। আর ১৩৫ রানের বিনিময়ে সানীর শিকার দুই উইকেট। এছাড়া একটি উইকেট নেন মোশারফ হোসেন রুবেল।


তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ


মধ্যাঞ্চল : প্রথম ইনিংস ৫৩৬।



পূর্বাঞ্চল : প্রথম ইনিংস ৫৯২/৬ (লিটন ২৭৪, তাসামুল ৬৭, আফিফ ১৪২, জাকের ৩২*, সাইফউদ্দিন ২৯*; মোশারফ ১/৮৫, শুভাগত ৩/১৫৬, ইলিয়াস ২/১৩৫)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball