পাইপলাইনে নজর দুর্জয়ের

ছবি:

কোনো দলের শক্ত কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে সেই দলের পাইপলাইনের ক্রিকেটাররা। আর এই পাইপলাইনের কাঠামো আরও বেশি শক্তিশালী করতে চান এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।
বুধবার দিন সভা শেষ করে মিডিয়াকে তিনি জানান, 'পাইপলাইন তোহ হচ্ছে সবথেকে বড় শক্তি। জাতীয় দল তো অ্যাচিভমেন্ট..যে দলের পাইপলাইন যতবেশি স্ট্রং হবে তারা আন্তর্জাতিক ক্রিকেটেও তত বেশি শক্তিশালী হবে। যেকোনো দেশের ক্ষেত্রেই তা প্রযোজ্য।'
আর এজন্য প্রথম শ্রেণির ক্রিকেট, বয়সভিত্তিক টুর্নামেন্ট, এইচপি দল বা ট্যালেন্ট হান্টের মাধ্যমে দেশের ক্রিকেটকে আরও বেশি সমৃদ্ধশালী করার ইচ্ছা তার।

'এই এইচপি পোগ্রাম কিংবা পাইপলাইনকে শক্তিশালী করা…জাতীয় দলের আগের স্টেজ যদি আমরা সেটাকে ধরি …আমাদের এখনও কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেট, বয়সভিত্তিক টুর্নামেন্ট, ট্যালেন্ট হান্ট করে যদি আমরা সুযোগগুলোকে তৈরি করতে পারি তাহলেই কিন্তু পাইপলাইনটা শক্তিশালী হবে।'
এদিকে পেসারদের জন্য শীঘ্রই শুরু হচ্ছে পেস ক্যাম্প। মে মাসের শেষের দিকে পেস বোলারদের কোচ কোর্টনি ওয়ালশের অধীনে শুরু হচ্ছে এই ক্যাম্প। ১৪-১৫ জন পেসারকে নিয়েই শুরু হচ্ছে এই ক্যাম্প।
'সংখ্যা এখনও ফিক্সড হয়নি। পেসারদের ক্যাম্পে হয়তো ১৪-১৫ জন যাবে। কিন্তু সবাই হয়তো কোর স্কোয়াডে আসবে না। সেখান থেকে যাদেরকে এলিজেবল মনে করা হবে...নির্বাচকরা যাদেরকে মনে করবে এদেরকে রাখার দরকার। তাদেরকে কোর স্কোয়াডে নিয়ে আসবে।'