শীঘ্রই শুরু হচ্ছে পেসারদের ক্যাম্প

ছবি:

নিদাহাস ট্রফির আগেই শেষবার পেসারদের নিয়ে ক্যাম্প করেছিলো বাংলাদেশ দল। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের নেতৃত্বে সেবার একত্রিত হয়েছিল জাতীয় দ??? ও জাতীয় দলের পাইপলাইনে থাকা পেসাররা।
এবার আবারো শুরু হতে যাচ্ছে পেসারদের ক্যাম্প। মে মাসের শেষদিকে আবারো সকল পেসার তালিম নিবেন ক্যারিবিয়ান কিংবদন্তী কোর্টনি ওয়ালশের কাছ থেকে। এরপরে শুরু হবে হাই পারফর্মেন্স দলের ক্যাম্প।
পেসারদের মধ্যে উদীয়মানদের জায়গা মিলছে হাই পারফর্মেন্স দলে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে গণমাধ্যমকে এসব বিষয়ে জানিয়েছেন এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

'এইচপি নিয়ে দল গঠন নিয়ে আলোচনা হয়েছে। আমরা মে তে শুরু করব। মের শেষ দিকে একটা পেস বোলারদের দিয়ে একটা ক্যাম্প শুরু। ওখান থেকে আসার পর কোর স্কোয়াড যেটা এইচপির এবং এখানে এ দলেরও কিছুটা সমন্বয় করে ক্যাম্পটা হবে।
'প্রোগ্রামের মতো প্রোগাম চলবে। আইপিএল তো শেষ হয়ে যাবে। আমি চাচ্ছি যে আইপিএল শেষ হওয়ার পরপরই হেড কোচ জয়েন করুক। ডেটগুলো একেবারে…আজ প্রাথমিক মিটিং ছিল। আমরা যখন ফাইনালাইজ করবো তখন আপনাদের জানতে পারব।'
আর এই পেস ক্যাম্প এবং এইচপি দল নিয়ে আলাদা পরিকল্পনা আছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। ক্রিকেটারদের ফিটনেসকে আন্তর্জাতিক মানে পৌঁছে নেওয়ার ইচ্ছা তার।
'আলাদা পরিকল্পনা তো আছেই। কিছু এরিয়া আছে এগুলোতে জোর দিতে চাই। নিউট্রেসন একটা ফ্যাক্টর। ফিটনেস একটা ফ্যাক্টর। এই লেভেল থেকেই যদি আমরা আন্তর্জাতিক লেভেলের ফিটনেসটাকে পিক করতে পারি। কিংবা ওই লেভেলের খেলোয়াড়দের যেই অ্য্যাটিটিউড বা মেন্টাল স্ট্রেনথ সেটা নিয়েও কাজ করার ইচ্ছা আছে।'