সাফল্যের পেছনের গল্প শোনালেন রাজ্জাক

ছবি:

বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন আব্দুর রাজ্জাক। গেলো কয়েক মাসে সাফল্যের মধ্যেই ঘুরপাক খাচ্ছেন। তবে স্রোতের জ্বলে গা ভাসাতে চান না ৩৫ বছর বয়সী এই স্পিনার।
বরঞ্চ বাঁহাতি এই স্পিনারের কাছে এই সবই কঠোর পরিশ্রমের ফসল। "খুব সম্ভবত আমি এই ধরনেরই মানুষ। কারণ, আমি নিজে দেখেছি আমি যেখানেই খেলি না কেন, চেষ্টা করি ভালো খেলে শীর্ষে থাকার জন্য।
"সব সময় যে হয় তা না, তবে চেষ্টা করি। হারটা মেনে নিতে পারি না। হতে পারে এসব কারণেই আমি অনুপ্রাণিত হই। প্রতি দিন সন্ধ্যায় খারাপ লাগলে তো সমস্যা। তার থেকে ভালো কিছুর চেষ্টা করা ভালো।"

চলতি বিসিএল আসরে রাজ্জাকই সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন। তার কাছাকাছিও নেই কেউ। এছাড়া বেশ কিছুদিন আগেই দেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচশ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।
উত্তরাঞ্চলের বিপক্ষে খেলতে নেমে এনামুল হক জুনিয়রকে পিছনে ফেলে নিজের নামে করে নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটিও। রাজ্জাকের পাঁচ উইকেট হল ৩৩ বার। আর এনামুল জুনিয়রের ছিল ৩২ বার।
রাজ্জাকের ২০.৩ ওভারের লম্বা স্পেলে ৫৩ রানে ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে উত্তরাঞ্চলকে ১৮৭ রানেই গুটিয়ে দেয় রাজ্জাকের দক্ষিণাঞ্চল। ম্যাচটি নিয়েও কথা বলেছেন রাজ্জাক। উইকেট নিয়ে তার বক্তব্য,
'দেখলেই বোঝা যায়, উইকেটে বোলারদের জন্য সাহায্য ছিল। বোলিংয়ের সিদ্ধান্ত এ কারণেই নেওয়া হয়েছে। উইকেটে ঘাস থাকলে সে উইকেটে সাধারণত (টস জিতলে) ফিল্ডিংই করা হয়।
'আমি মনে করি, বোলাররা সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে। পরের দিকে ব্যাটিং সহজ হয়েছে। বিশেষ করে আমি পরের দিকে যে ৬/৭ ওভার বোলিং করেছি তখন দেখেছি সকালের চেয়ে ভালো।'