promotional_ad

কেন এত ইনজুরি?

promotional_ad

ইনজুরির মিছিল চলছে জাতীয় দলের ক্রিকেট প্রাঙ্গণে। একে একে ইনজুরিতে পরেছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম, নাসির হোসেনসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। 


তালিকায় আছে টেস্ট ও টি-টুয়েন্টি দলের সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নামও। ইনজুরিতে পরায় বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষ রাউন্ডে মাঠে নামতে পারেননি তিনি। 


এই বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, 'আসলে মাহমুদুল্লাহরটা নতুন কোনো ইনজুরি নয়। গোড়ালির এ সমস্যাতে তিনি অনেক দিন থেকে আক্রান্ত। নিদাহাস ট্রফিতেও তিনি সমস্যাতে ছিলেন। তবে এতদিন ব্যথা নিয়ে খেলেছেন। এখন তাকে আমরা বিশ্রাম দিয়েছি। আশা করি জাতীয় দলের ক্যাম্পের আগেই তিনি মাঠে ফিরতে পারবেন।'



promotional_ad

একইদিনে বাকী ক্রিকেটারদের ইনজুরি নিয়েও কথা বলেছেন এই বিসিবি চিকিৎসক। বছরের শুরু থেকেই একটানা ক্রিকেটের মধ্যে থাকাকে দায়ী করছেন তিনি। জানিয়েছেন, 


'আসলে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ক্রিকেটাররা টানা খেলে আসছিল। বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি লম্বা সিরিজ খেলেছে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে কেউ কেউ কম বেশি খেলছেন। যে কারণে অনেকের পুরনো ইনজুরিগুলো ফের কিছুটা  ভোগাতে শুরু করেছে। আসলে এই ইনজুরিগুলো ক্রিকেটাররা ম্যানেজ করে চলছিল। 


'যেমন মিরাজ চার বছর ধরে সয়ে সয়ে খেলেছে। কিন্তু এবার আর সহ্য করতে না পেরে আমাদের জানিয়েছেন। কারণ তিনি চান সামনে যে বাংলাদেশ দলের ব্যস্ত সময় সেখানে ফিট হয়ে নামতে। তাসকিনের উন্নতি হচ্ছে। আশা করি দ্রুতই ফিরবে। ওরও পুরনো ব্যথা ছিল। কিছু ইনজেকশন দেয়া হয়েছে।'



সবশেষে তিনি আশা করছেন জাতীয় দলের ক্রিকেটাররা মে মাসে অনুষ্ঠেয় ক্যাম্পে সুস্থভাবেই যোগ দিতে পারবে। 'আমি আশা করছি যারা এখন ইনজুরিতে আছেন তারা সবাই ক্যাম্পে সুস্থ হয়ে যোগ দিতে পারবেন। এতে আমি কোনো সমস্যা দেখছি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball