promotional_ad

ইংল্যান্ডের আগেই বাংলাদেশে হচ্ছে ১০০ বলের টুর্নামেন্ট!

promotional_ad

টি-টুয়েন্টি ক্রিকেটের পরে ক্রিকেটের নতুন আরেকটি ধারা বের করতে যাচ্ছে ইংল্যান্ড। এবার ইসিবির উদ্যোগে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ১০০ বলের (ম্যাচ প্রতি) ক্রিকেট টুর্নামেন্ট!


যদিও এখনো প্রস্তাবনার টেবিলে এই টুর্নামেন্ট। এমসিসি এবং ইংল্যান্ডের ফার্স্ট ক্লাস কাউন্টি দলগুলোকে এই প্রস্তাবনা দিয়েছে স্বয়ং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড! তবে এই টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই সরগরম দেশ বিদেশের মিডিয়া।


আলোচনা চলে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রাঙ্গনেও। আর তাতেই সিদ্ধান্ত হয়, ১০০ বলের টুর্নামেন্ট হবে বাংলাদেশেও। তবে সেটা শুধু সাবেক ক্রিকেটারদের আসর হবে। 



promotional_ad

গত দুই বছর সিনিয়র ক্রিকেটারদের মাঝে হয়ে আসছে মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যাল। গত দুইবার সেটা বিশ ওভারের ম্যাচে হলেও এবার সেটা হবে ১০০ বলে!


মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ, 'এবার আমরা ১০০ বলের ম্যাচ খেলব। আশা করি টুর্নামেন্টটা গত দুই বছরের মতো সফল হবে।' 


আরেক বোর্ড পরিচালক আকরাম খানও জানিয়েছেন মতামত; 'এটা আমাদের কাছে নতুন একটা আইডিয়া। আমরা চেষ্টা করে দেখি, এটা কেমন। যদি মনে হয় এটা ভালো হচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে, তাহলে ভবিষ্যতেও এটা হতে পারে। ১৫ ওভার স্বাভাবিক নিয়মেই হয়ে যাবে। শেষ ওভারের ১০ বল একজন বোলারই করবে।' 



এবার মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যাল শুরু হচ্ছে ২ই মে, কক্সবাজারে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে এবার অংশ নেবে পাঁচটি দল। দলগুলো হচ্ছে বেক্সিমকো ঢাকা মাস্টার্স, সিক্সার্স সিলেট মাস্টার্স, আম্বার চট্টগ্রাম মাস্টার্স, রাজশাহী মাস্টার্স ও খুলনা মাস্টার্স। 


শুরুতে পাঁচটি দলের সবগুলো দল একে অপরের বিপক্ষে নামবে। এরপরে লিগ পর্বের শেষে সেরা দুইটি দল খেলবে ফাইনাল। টুর্নামেন্ট শেষ হবে ৫ই মে। আয়োজকদের কথা অনুযায়ী, ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball