এখনো টি-টুয়েন্টিতে মাশরাফিকে চায় বিসিবি

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ পারফর্মেন্স করেছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পারফর্মেন্সে মনেই হয়নি যে তার বয়স ৩৫ ছুঁই ছুঁই।
মোট ১৬ টি ম্যাচ খেলে নিয়েছেন ৩৯ টি উইকেট। আবু হায়দার রনির ৩৫ উইকেটের রেকর্ডও ছাড়িয়ে গেছেন। কিন্তু সবচেয়ে বেশি সুন্দর ছিল মাশরাফির ফিটনেস ধরে রাখার বিষয়টি।

ইনজুরি প্রবন মাশরাফির বোলিং এবং ফিটনেস রক্ষায় তার নতুন করে ইনজুরিতে পরার কোনো শঙ্কাই রাখেনি। আর মাশরাফির ডিপিএল পারফর্মেন্সে প্রশ্ন উঠেছে তার টেস্ট দলে ফেরা নিয়ে।
সেই ২০০৯ সালের পর থেকে টেস্ট খেলেন নি ম্যাশ। স্বাভাবিকভাবেই সাদা পোশাকের ক্রিকেটে তার ফেরা নিয়ে কথা উঠেছে বিসিবি প্রাঙ্গণে। তবে প্রধান নির্বাচক জানালেন টি-টুয়েন্টিতে মাশরাফির প্রয়োজনীয়তা নিয়ে। টেস্টে ফেরা নিয়ে অবশ্য অমত করেননি মিনহাজুল আবেদিন নান্নু।
'এটা সম্পূর্ণ ওর ও বিসিবির ব্যাপার। আমাদের যেটা নির্দেশনা দেবে ওভাবেই এগোবো। মাশরাফি যদি টেস্ট খেলতে চায় খেলবে। আমরা চাচ্ছি টি-টুয়েন্টিতে ওর ফেরাটা জরুরি। যদি ফেরে এটা আমাদের দলের জন্য অনেক ভাল।'