promotional_ad

মাশরাফির কথায় অনুপ্রেরণা খুঁজছেন তাসকিনরা

promotional_ad

কেন্দ্রীয় চুক্তি থেকে ছয় ক্রিকেটার বাদ পরার পরের দিনই সাংবাদিক সম্মেলনে বাদ পরা ক্রিকেটারদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 


একইসাথে বাদ পরাদের ক্রিকেটারদের চুক্তিতে ফিরতে প্রস্তুত করে তোলার জন্য যা যা করা লাগে তাই করবেন দলের সিনিয়ররা-- এমনটা আশ্বাস দিয়েছেন মাশরাফি। আর এই কথায় অনুপ্রেরণা খুঁজছেন তাসকিন।  


'সিনিয়র খেলোয়াড়েরা অভিভাবকের মতো। তাঁরা সব সময়ই আমাদের পাশে থাকেন। উৎসাহ দেন। জীবনে ভালো-খারাপ সময় আসে। সব সময়ই বলে আসছি, ফিরে আসাটা সময়ের ব্যাপার। মাশরাফি ভাইদেরও উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। 



promotional_ad

'তাঁদের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজে পাই। তবে তার আগে আমার পিঠের চোটটা সারিয়ে তুলতে হবে। শতভাগ ফিট না হয়ে কোনো ধরনের ক্রিকেটই খেলতে চাই না। এখন আমার প্রথম কাজ পুরোপুরি চোটমুক্ত হওয়া।'


এদিকে ওপেনার সৌম্য সরকারও বাস্তবতা মেনে নিচ্ছেন। ভালোভাবেই জাতীয় দলে থিতু হওয়ার চিন্তাভাবনা করছেন সাতক্ষীরার এই ক্রিকেটার। চ্যালেঞ্জ হিসেবে বিষয়টিকে নিয়ে জানিয়েছেন,


'ভালো কিছু করতে পারিনি বলেই চুক্তিতে নেই। এমনভাবে ফিরতে চাই যাতে জাতীয় দলে জায়গাটা আর নড়বড়ে না হয়। ঘরোয়া ক্রিকেট কিছু রান করে ফিরলাম এমন নয়। 



'এমনভাবে ফিরতে চাই যেন জাতীয় দলে ধারাবাহিক ভালো খেলতে পারি। এসব নিয়ে ভাবতে চাই না। আমার কাজ ভালো খেলা। সেটাতেই মনোযোগ রাখতে চাই।'


সূত্রঃ- প্রথম আলো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball