দারুণ বোলিং বিফলে গেলো রাজ্জাকের

ছবি:

আগের দিন ২২ রানে অপরাজিত ছিলেন। শেষদিনে ব্যাট করতে নেমে টেল এন্ডার ব্যাটসম্যান নাঈম হাসানের (৪৩ রান) সঙ্গে জুটি গড়ে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি মোসাদ্দেক হোসেন।
দশটি চার এবং চারটি ছক্কায় ১০২* রানে অপরাজিত থাকেন তিনি। তার সেঞ্চুরির পর নাঈম হাসান বিদায় নিলে আট উইকেটে ৪৮৪ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল।
৩৭৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল মধ্যাঞ্চলের। যদিও আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে বিপাকে পরে দলটি। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ১৫৮ রান করে ম্যাচটিকে ড্র করে মধ্যাঞ্চল। দলের হয়ে সর্বোচ্চ ৬০* রান করেন আব্দুল মজিদ।
ওপেনার সাইফ হাসান করেন ৪৩ রান। রাজ্জাক দ্বিতীয় ইনিংসে তিনটি ও প্রথম ইনিংসে ছয়টি উইকেট (মোট নয়টি) নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। বলে রাখা ভালো, প্রথম ইনিংসে কম রান করলেও রাজ্জাকের বোলিংয়েই ম্যাচ ফেরে দক্ষিণাঞ্চল।

ম্যাচ শেষে সংক্ষিপ্ত স্কোর:-
দক্ষিণাঞ্চল: প্রথম ইনিংস: ১৯১ (৪৯.৫ ওভার): (মাহমুদ ৪০, ইমরুল ২৬, মিঠুন ১৮, সোহান ২৮, মোসাদ্দেক ২১*; সাকিল ২/৫০, ইবাদত ৪/৩২, মোশাররাফ ৪/৫৭)।
মধ্যাঞ্চল: প্রথম ইনিংস: ৩০২ (৮৮.৩ ওভার): (সাইফ ৩০, সাদমান ৯৩, মজিদ ৪৪, ইরফান ৫৪, মোশাররাফ ২৮; নাঈম ৩/৮৩, রাজ্জাক ৬/১০৬)।
দক্ষিণাঞ্চল: দ্বিতীয় ইনিংস ৪৮৪/৮ (ডিক্লে) (১০৮.৩ ওভার): (বিজয় ৪৫, ইমরুল ৩০, তুষার ৮৮, মিথুন ১১৮, জিয়াউর ২৫, মোসাদ্দেক ১০২*, নাঈম ৪৩; মোশাররফ ৩/১১০, তানবীর ২/৮৫)।
মধ্যাঞ্চল: দ্বিতীয় ইনিংস: ১৫৮/৫ (৫৫ ওভার): (সাইফ ৪৩, সাদমান ১৮, মজিদ ৬০*, মার্শাল ১৬, মোশাররফ ১২*; রাজ্জাক ৩/৭৩)।
ফলাফলঃ ম্যাচ ড্র।
ম্যাচসেরাঃ আব্দুর রাজ্জাক।