নাসিরের ইনজুরি নিয়ে আলোচনাই করেনি বিসিবি!

ছবি:

শখের বসে ফুটবল খেলার সময় পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে নাসির হোসেনের। মাঠ থেকেও তাকে ছিটকে যেতে হয়েছে অন্তত ছয় থেকে সাত মাসের জন্য।
অবশ্য বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী তার উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুমতিও চেয়েছেন তিনি।
তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি বিসিবি। এমনকি বুধবারের বিসিবির কার্য নির্বাহী কমিটির সভাতে আলোচনাও করা হয়নি নাসিরের ইনজুরি নিয়ে।

পাওয়া যায়নি অস্ট্রেলিয়া চিকিৎসক ডেভিড ইয়াংয়ের অ্যাপয়েন্টমেন্টও। আর এই কারণে উন্নত চিকিৎসা পেতে আরও অপেক্ষা করতে হবে নাসিরকে-- মনে করছেন দেবাশিষ চৌধুরী। তিনি জানান,
'আমি বিসিবির সিইওর সঙ্গে কথা বলেছি। এখনো নাসিরের অস্ট্রেলিয়াতে পাঠানোর বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেয়নি। এমনকি বোর্ডে তার বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তবে মনে হচ্ছে এ বিষয়ে আলাদা করেই সিদ্ধান্ত নেয়া হবে।
'আর অস্ট্রেলিয়াতে নাসিরকে যে চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছে পাঠাবো তার কাছ থেকে কোনো সময় পাইনি। জানা গেছে, তার নিজেরই ব্যাক ইনজুরির কারণে অপারেশন হয়েছে। তাই তিনি অনেক দিন থেকেই রোগী দেখতে পারছেন না।'
সূত্রঃ- মানবজমিন