আলোর মুখ দেখছে রিজিওনাল ক্রিকেট

ছবি:

গত নভেম্বরে টানা দ্বিতীয়বারের মতো বিসিবির সভাপতি পদে নির্বাচিত হওয়ার পরে ছয় মাসের মধ্যে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন করবেন বলে আশ্বস্ত করেছিলেন নাজমুল হাসান পাপন।
এই বুধবারের সভা শেষে জানিয়েছেন সেই কাজের প্রস্তুতি প্রায় শেষের দিকে। 'রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে আমরা কথা বলেছিলাম। ওটার সব আলোচনা শেষ হয়ে গেছে।
'আজকে যদি হাতে পেতাম আজই ফাইনাল হয়ে যেত। তারপরও আমরা ১৫ দিন সময় দিয়েছি দুই সপ্তাহের মধ্যে ফাইনাল প্রোপোজাল আসবে এবং আমরা এটা এপ্রুভ করে দিব। আশা করছি ১ মাসের মধ্যে সমস্ত কার্যক্রম শুরু করতে পারব।'

অর্থাৎ আলোর মুখ দেখতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। অথচ বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকেই এর কার্যক্রম শুরু হওয়ার কথা বলেছিলেন তখনকার বিসিবি কর্তারা।
অ্যাসোসিয়েশন গঠন করতে দেরি হওয়ার কারণ জানানোর সময় পাপন জানান, 'রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে ড্রাফট প্রোপোজাল করা হয়েছে। সেটাতে একাডেমির কথা লেখা ছিল না। আমরা বলেছিল, আমরা অ্যাসোসিয়েশনের সাথে সাথে একাডেমিও করতে চাচ্ছি।
'যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা এ সমস্ত জায়গায় যদি একাডেমি করে ফেলি তাহলে এখানে এতো প্রেসার পড়ে না। যদি একাডেমি ওখানে করে ফেলি তাহলে আরও খেলোয়াড় ওখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে।'