আইপিএলের দেখানো পথে বিপিএল

ছবি:

আইপিএলের পথে হাটতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এবার আইপিএলের মতোই এক দলের হয়ে সর্বোচ্চ চার বিদেশী খেলবে বিপিএলের ম্যাচগুলোতে।
এছাড়া গেলো বিপিএলের মতো সামনের বিপিএলেও প্রতি দল চারজন দেশি অথবা বিদেশি প্লেয়ার ধরে রাখতে পারবে। এই ব্যাপারে কথা বলেছেন বিসিবি অভিভাবক নাজমুল হাসান পাপন।

'চারজন রিটেইন করতে পারে। ফরেন বা লোকাল। ফ্রাঞ্চাইজি চারজন লোকাল কিংবা চারজন বিদেশি ক্রিকেটার রিটেইন করতে পারে। কম্বিনেশনেও করতে পারবে। ৫ জন ফরেন ক্রিকেটার খেলেছিল শেষ বিপিএল। এবার চারজন খেলবে। ম্যাক্সিমাম চারজন।'
বুধবার বিসিবি'র সভায় নেওয়া হয়েছে আরও কয়েকটি সিদ্ধান্ত। প্রতি বছরের মতো এবার বিপিএলের আসর নভেম্বর বা ডিসেম্বরে হচ্ছে না; হচ্ছে তার কিছু আগে। সভা শেষে বিসিবি সভাপতি আরও জানান,
'বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে একটা প্রোপ্রোজাল এসছিল। সেটা সবাই সম্মতি দিয়েছে। আমরা ফাস্ট উইক অব অক্টোবর থেকে মিড অব নভেম্বর পর্যন্ত ডেট ফাইনাল করেছি। ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেট ছিল। আমরা চেষ্টা করবো ১ তারিখ থেকে শুরু করা যায় কিনা।'