রাজ্জাকের ভেলকিতে ম্যাচে ফিরলো দক্ষিণাঞ্চল

ছবি:

প্রথম দিনে দারুণ শুরু করেছিলো মধ্যাঞ্চল। দুই উইকেট হারিয়ে ১৫৪ রান করেছিলো দলটি। তার আগে দক্ষিণাঞ্চল অলআউট হয়েছিলো মাত্র ১৯১ রানে।
তবে দ্বিতীয় দিনে আব্দুর রাজ্জাকের স্পিনে ধরাশায়ী হতে হয় মধ্যাঞ্চলকে। আগের দিন অপরাজিত থাকা সাদমান ১২টি চারে ৯৩ করে বিদায় নেন শেষদিকে ৫৪ রানে ইনিংস খেলেন ইরফান শুক্কুর।
মূলত দক্ষিণাঞ্চলের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের দাপুটে বোলিংয়ের কাছে নাস্তানাবুদ হতে হয় মধ্যাঞ্চলকে। তার ছয় উইকেট কৃতিত্বে মধ্যাঞ্চলকে থামতে হয় ৩০২ রান করে।
ফলে ১১১ রানের বেশি লিড নিতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মধ্যাঞ্চল। আরেক বোলার নাঈম হাসান নিয়েছেন তিনটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৫০ রান করেছে দক্ষিণাঞ্চল।

এখনো তারা পিছিয়ে আছে ৬১ রানে। ৩১* রানে মাঠ ছেড়েছেন দক্ষিণাঞ্চলের ওপেনার এনামুল হক বিজয়। সাথে ১০ রানে অপরাজিত ইমরুল কায়েস। শুরুর দিকে আরেক ওপেনার ফজলে মাহমুদকে ৯ রানে ফিরিয়েছেন তানবীর হায়দার।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণাঞ্চল: প্রথম ইনিংস: ১৯১ (৪৯.৫ ওভার): (মাহমুদ ৪০, ইমরুল ২৬, মিঠুন ১৮, সোহান ২৮, মোসাদ্দেক ২১*; সাকিল ২/৫০, ইবাদত ৪/৩২, মোশাররাফ ৪/৫৭)।
মধ্যাঞ্চল: প্রথম ইনিংস: ৩০২ (৮৮.৩ ওভার): (সাইফ ৩০, সাদমান ৯৩, মজিদ ৪৪, ইরফান ৫৪, মোশাররাফ ২৮; নাঈম ৩/৮৩, রাজ্জাক ৬/১০৬)।
দক্ষিণাঞ্চল: দ্বিতীয় ইনিংস ৫০/১ (১৯ ওভার): (বিজয় ৩১*, ইমরুল ১০*; তানবির ১/৫)।