জহুরুল-আরিফুলের সেঞ্চুরিতে বড় লিড উত্তরাঞ্চলের

ছবি:

প্রথম দিন শেষে ৪৩* রানে মাঠ ছেড়েছিলেন জহুরুল ইসলাম। তার সঙ্গী আরিফুল হক মাঠে ছেড়েছিলেন ১৭ রানে অপরাজিত থেকে। বুধবার দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই জনই তুলে নিয়েছেন সেঞ্চুরি।
আর এই দুইজনের সেঞ্চুরিতে ভর করে পঞ্চম রাউন্ডের ম্যাচে সব কয়টি উইকেট হারিয়ে ৪১৫ রান করেছে উত্তরাঞ্চল। জবাবে পিছিয়ে নেই পূর্বাঞ্চলও। বিনা উইকেটে তাদের সংগ্রহ ১১০ রান।
তৃতীয় দিনে ৩০৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে তারা। দ্বিতীয় দিনে শুরু থেকেই দারুণ খেলতে থাকেন উত্তরাঞ্চলের অধিনায়ক জহুরুল। ১২ টি চারে ১১৩ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।

আর একটি ছক্কা ও সাতটি চারে ১০১ রান করে আউট হন আরিফুল। এই দুজন আউট হলে লেজের ব্যাটসম্যানদের সহায়তায় ৪১৫ রান পর্যন্ত যায় উত্তরাঞ্চল। শেষের দিকে তাইজুল ইসলাম করেন ৩০ রান।
পূর্বাঞ্চলের হয়ে ৯১ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন সোহাগ গাজী। এরপরে ব্যাট করতে নেমে ২৭ ওভার খেলে ১১০ রান করে দিন শেষ করেছে পূর্বাঞ্চল। লিটন দাস ব্যাটিংয়ে আছেন ৫২ রানে এবং তাসামুল হক ব্যাট করছেন ৪৯ রানে।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
উত্তরাঞ্চল: প্রথম ইনিংস ৪১৫ (১২২.৪ ওভার) : (মিজানুর ৪৬, শান্ত ৭৩, জহুরুল ১১৩, আরিফুল ১০১, তাইজুল ৩০, শফিউল ১৭*; গাজী ৪/৯১, আশরাফুল ২/৬৩, মুমিনুল ১/২৮)।
পূর্বাঞ্চল: প্রথম ইনিংস ১১০ (২৭ ওভার): (তাসামুল ৪৯, লিটন ৫২; সাইফুল ০/২৫, ইয়াসিন ০/২১, তাইজুল ০/২৮, শরিফুল ০/১৭, আরিফুল ০/১২)।