নাঈমের অন্যরকম আফসোস

ছবি:

ভাগ্যে খুবই খারাপ জাতীয় দলের হারিয়ে যাওয়া অলরাউন্ডার নাঈম ইসলামের। ৩১ বছর বয়সে জাতীয় দলে ফেরার মিশনে ঘরোয়া লীগে যখনই তিনি দুর্দান্ত পারফর্মেন্স করতে শুরু করলেন তখনই চিকেন পক্সে থামতে হল তাকে।
আফসোসের কণ্ঠে নাঈম জানান, 'সবার চিকেন পক্স হয় ছোটবেলায় আর আমার কিনা এই সময়ে! যখন জাতীয় দলে ফেরার একটা সুযোগ তৈরি হতে পারে। আমার সঙ্গেই কেন যে বারবার এমন হয়!'
তবে নাঈমকে এদেশের সমর্থকরা তাকে সাদা পোশাকে দেখতেই বেশি পছন্দ করে। একসময়কার এই নিয়মিত ক্রিকেটারকে 'টেস্ট বিশেষজ্ঞ' হিসেবেই আবারো দলে চায় সমর্থকরা। নাঈম অবশ্য বিষয়টিকে একেবারেই উপভোগ করেন না।

'সবার মধ্যে কেমন যেন ধারণা হয়ে গেছে আমি টেস্ট ব্যাটসম্যান। অথচ এবারের ঢাকা লিগ দেখুন। সেখানে আমার স্ট্রাইকরেট ৮৭ (৮৭.৩৭), বিজয়ের (এনামুল হক) ৮৯ (৮৯.৫৩)।
'অথচ সবার ধারণায় মনে হয়, আমার স্ট্রাইকরেট ৭০ আর বিজয়ের দেড় শ। ওর কথা বললাম উদাহরণ হিসেবে। আসলে এদিক দিয়ে আমাকে কেমন যেন ভুল বোঝা হয়।'
আপাতত 'এ' দলের দিকে নজর দিচ্ছেন নাঈম। চূড়ান্ত নজর জাতীয় দলের দিকেই। 'আমি মনে করি, বাংলাদেশের হয়ে আবার খেলার যোগ্যতা আমার রয়েছে। নির্বাচকরাও আমাকে একেবারে হিসাবের বাইরে রাখেননি।
'গত বছর ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলাম। কিন্তু ভালো করতে পারিনি। এবার সামনে তো ‘এ’ দলের বেশ কিছু সিরিজ। সেখানে সুযোগ পেলে ভালো করার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু এমন সময়ই চিকেন পক্সটা...'
সূত্রঃ- কালের কণ্ঠ