কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাচ্ছেন তাসকিন?
ছবি:

এবার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সংখ্যা কমানোর চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতবারের চুক্তিতে ছিলেন ১৬ ক্রিকেটার। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সংখ্যা কিছুটা হলেও কমার সম্ভাবনা জোরালো এবার।
তবে কমলেও কতজন কমবে তার সঠিক ধারণা দিতে পারেননি বোর্ড পরিচালক এবং সাবেক অধিনায়ক খান। সাংবাদিকদের সামনে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন,
'আমরা প্রস্তাব এখনো চূড়ান্ত করতে পারিনি। কাল ঠিক করে ফেলব। তবে এটা ঠিক, চুক্তিতে খেলোয়াড় কমবে। অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। খেলোয়াড়ের সংখ্যা কম থাকলে ভালো হয়।'

তবে তিনি কিছু না বললেও ভেতরের খবর হচ্ছে এবারের চুক্তি থেকে বাজে পারফর্মেন্সের কারণে বাদ পরতে যাচ্ছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ (বর্তমানে সি ক্যাটাগরি) এবং কামরুল ইসলাম রাব্বি (বর্তমানে ডি ক্যাটাগরি)।
এছাড়া বাদ যাওয়ার সম্ভাবনা নেই আর কারো। উল্লেখ্য, ১৬ জন চুক্তিতে থাকলেও নতুন বছরের জানুয়ারি থেকে বর্ধিত বেতন (গত বছরে প্রায় দ্বিগুণ হওয়া) নিচ্ছেন ১৫ জন ক্রিকেটার। দর্শক পেটানোর অপরাধে এই চুক্তি থেকে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞায় আছেন সাব্বির রহমান।
সূত্রঃ- ডেইলি স্টার