রানের ক্ষুধা থাকলেও ব্যক্তিগত লক্ষ্য নেই মমিনুলের

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রাইম ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে দারুণ ফর্মে মমিনুল হক। চলতি আসরের প্রথম রাউন্ডের ম্যাচেই হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি, এরপরে পরের ম্যাচে আবার সেঞ্চুরি।
৩ ম্যাচে ৫ ইনিংসে তার রান ছিল ৩৮২। রান তালিকায় শীর্ষে থাকার পর ওমরাহ হজ্ব পালন করতে সৌদি আরব যাওয়ায় চতুর্থ রাউন্ডের ম্যাচে খেলা হয়নি তার। এই সুযোগে রানের দিক দিয়ে তাকে ছাড়িয়ে গেছেন তুষার ইমরান।
এবার পঞ্চম রাউন্ডে মাঠে নামার আগে মমিনুল কি তুষারকে ছাড়িয়ে যাওয়ার কথা ভাবছেন? জাতীয় দলের টেস্ট বিশেষজ্ঞ খ্যাত মমিনুল হক অবশ্য এই ব্যাপারে নেতিবাচক। সাংবাদিকদের জানিয়েছেন,

'না, এই জিনিসটা আমার মাথায় থাকবে না। আপনি যখনই সর্বোচ্চ রান করার চেষ্টা করবেন, চিন্তা করবেন, তার মানে হলো আপনি নিজের জন্য চিন্তা করছেন। এভাবে আগে চিন্তা করতাম, সেটা ভুল ছিলো, এখন বুঝি।
তবে রানের ক্ষুধা ঠিকই থাকবে মমিনুলের। অবশ্য সবার প্রথমে দলীয় অর্জনকেই বড় করে দেখছেন কক্সবাজার থেকে উঠে আসা এই ক্রিকেটার। এই প্রসঙ্গে জানিয়েছেন,
'আমি ওভাবে চিন্তা করে খেলবো না। দলকে চ্যাম্পিয়ন করানোর চেষ্টা করবো। একটা দল যখন চ্যাম্পিয়ন হবে, তখন দেখবেন যে তালিকায় তাদের ব্যাটসম্যানরাই উপরে থাকবে।
'একজন ব্যাটসম্যান হিসেবে তো সবসময় ইচ্ছে থাকে যে কোনো আসরে বড় বড় স্কোর করার। অনেক বেশি রান করার ইচ্ছে আমারও আছে। সেই চেষ্টাও করবো। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, দল হিসেবে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়।'