promotional_ad

ড্র'র পথে আশরাফুল-তুষারদের ম্যাচ

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে দারুণ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক দক্ষিণাঞ্চল। চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৪০৩ রান করার পর প্রাইম ব্যাংক পূর্বাঞ্চলকে ৩০০ রানের বেশি করতে দেয়নি তারা।


এরপরে দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাট করতে নামার পর তৃতীয় দিন শেষে তিন উইকেটে ১৪২ রান সংগ্রহ করেছে দলটি। এরই সাথে ২৪৫ রানের লিড পেয়েছে তারা।


প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরি পাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাট করছেন তুষার ইমরান। দলীয় ৭৭ রানেই ৩ উইকেট হারিয়েছে দলটি। এরপরে চতুর্থ উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৬৫* রানের জুটি গড়েন তুষার। 


৪৬ রান করে উইকেটে আছেন তিনি (৬৭ বলে ৮টি চারের সাহায্যে)। ৯* রানে তার সঙ্গী সৌম্য সরকার। এর আগে ফজলে মাহমুদ করেন ৩৬ বল খেলে (৭টি চার ও ১টি ছক্কায়) ৪২ রান। পূর্বাঞ্চলের হয়ে ২৩ রান খরচ করে দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।



promotional_ad

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাকির আলী ও সাইফউদ্দিনের সপ্তম উইকেট জুটিতে (১১৪ রানের জুটি) ৩০০ রানে পৌঁছায় পূর্বাঞ্চল। জাকের করেন ৭৬ রান। 


আর ৭৫*রানে উইকেটে থাকেন সাইফউদ্দিন। দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে ৯৩ রান খরচ করে ৪টি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। এছাড়া তিনটি করে উইকেট নেন নাঈম হাসান ও আব্দুর রাজ্জাক।


সংক্ষিপ্ত স্কোর :


(তৃতীয় দিন শেষে)



ইসলামী ব্যাংক দক্ষিণাঞ্চল (প্রথম ইনিংস) : ৪০৩


প্রাইম ব্যাংক পূর্বাঞ্চল (প্রথম ইনিংস) : ৩০০ (৯৫.৫ ওভার) (লিটন ৭৫, আফিফ ১৪, ইমতিয়াজ ৫, আশরাফুল ১২, ইয়াসির ২, কাপালী ১২, জাকের ৭৬, সাইফউদ্দিন ৭৫*, গাজী ১০, রাহী ১, খালেদ ৪; রাব্বি ৪/৯৩, দেলোয়ার ০/১৬, সৌম্য ০/১৫, রাজ্জাক ৩/৬৮, নাঈম ৩/৯৭, মাহমুদ ০/৩)।


ইসলামী ব্যাংক দক্ষিণাঞ্চল (দ্বিতীয় ইনিংস) : ১৪২/৩ (৩২ ওভার) (নাফীস ২৪, বিজয় ০, মাহমুদ ৪২, তুষার ৪৬* সৌম্য ২৯৮; রাহী ১/৩৯, গাজী ০/৩২, খালেদ ০/১২, আশরাফুল ২/২৩, সাইফউদ্দিন ০/৩৫, আফিফ ০/১)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball