ইংল্যান্ডের ঘাসযুক্ত উইকেট দেখা যাবে মিরপুরে!

ছবি:

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাটিং স্বর্গ উইকেট বানালেও আইসিসি একটি ডিমেরিট পয়েন্ট দেয় সেই স্টেডিয়ামকে। ঠিক পরের টেস্টে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিনিং উইকেট বানিয়ে তিন দিনে ম্যাচ শেষ হলেও একটি ডিমেরিট পয়েন্ট পায় হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়াম।
আইসিসির নিয়ম অনুযায়ী কোনও স্টেডিয়াম পাঁচ বছরের মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলেই এক বছরের জন্য নিষিদ্ধ হয়। আর দেশের শীর্ষ দুই স্টেডিয়াম ইতিমধ্যেই একটি করে ডিমেরিট পয়েন্ট পাওয়াতে উদ্বিগ্ন নয় বিসিবি। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানান,
'আমার মনে হয় এই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। কোনও এক সময় আন্তর্জাতিক কাউন্সিল এই নিয়ম পরিবর্তন করতে বাধ্য হবে। চট্টগ্রাম??র মাঠে তো অনেক রান হয়েছে। কিন্তু বল তো হাঁটুর নিচেও যায়নি, মাথার উপর দিয়েও যায়নি।

'তাহলে আদর্শ উইকেটের যোগ্যতা আসলেই কি হওয়া উচিত? পাঁচদিনে খেলা হলেও বলছেন ডিমেরিট পয়েন্ট; আবার তিন দিনে খেলা শেষ হলেও বলছেন ডিমেরিট পয়েন্ট!'
এদিকে ২০১৯ সালেই ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ইংল্যান্ডে ঘাসের উইকেটে খেলতে হবে টাইগারদের। সেই চিন্তায় আগামী দুই মাসের মধ্যে চারজন পিচ কিউরেটর ঠিক করে ফেলছে বিসিবি। তাদের অধীনেই তৈরি করা হবে ঘাসযুক্ত উইকেট।
'শুধুমাত্র প্রতিষ্ঠিত গ্রাউন্ড গুলোতে নয়। এর বাইরের মাঠ গুলো নিয়েও তারা কাজ করবে। বিসিবির কিউরেটর যারা আছেন তারাই মূলত কাজ করবেন। আর এদের সুপারভাইজ করবেন বাইরের কিউরেটররা। আগামী বছর আমরা স্ট্যান্ডার্ড উইকেট বানানোর চেষ্টা করবো। প্রতিটি উইকেটেই ঘাসযুক্ত উইকেট বানানোর চেষ্টা করবো।'