এই 'প্রথমবার' হতাশ হলেন ওয়ালশ

ছবি:

পেস বোলারদের কোচ হয়ে আসার পর থেকেই সবসময় পেসারদের প্রশংসা করতেন কোর্টনি ওয়ালশ। বোলারদের ধারাবাহিকতার বিষয়টি নিয়ে সবসময়ই উচ্ছ্বসিত হতে দেখা যেতো তাকে।
তবে এই বৃহস্পতিবার ঘটলো তার ব্যতিক্রম। হটাত করেই কিছুটা হতাশ মনে হল ক্যারিবীয় এই কিংবদন্তীকে। বিভিন্ন সময় বোলারদের মিডিয়ার হাত রক্ষা করে আসা এই কোচ সাংবাদিকদের সামনে বলেছেন,
'আরও ভালো প্রত্যাশা করেছিলাম। কিন্তু ওরা ধারাবাহিক নয়। ওয়ানডে সিরিজের আগে ক্যাম্পে ওদের কিছুটা উন্নতি দেখেছিলাম। উন্নতি সম্ভব। যদি অনুশীলন, ফিটনেস ও ইতিবাচক ভাবনা থাকে।'

বিশেষ করে টেস্ট ক্রিকেটে বোলারদের পারফর্মেন্স নিয়েই হতাশ ওয়ালশ। ঘরের মাটিতে গত বছরের অস্ট্রেলিয়া সিরিজ আর আফ্রিকার মাটিতে ক্রিকেটারদের হতাশাজনক পারফর্মেন্স থেকে এখনো আশার আলো খুঁজে পায়নি পেসাররা, এমনটাই মনে করছেন তিনি।
গণমাধ্যমকে জানান, 'টেস্ট নিয়ে হতাশ। অস্ট্রেলিয়াতে আমাদের একটি সিরিজ ছিল তাও হচ্ছে না। আপনি যত খেলবেন ততই উন্নতির সুযোগ থাকবে। বিদেশে আমাদের সবশেষ টেস্ট ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকায়।
'এই গ্যাপে আমাদের উন্নতির কোনো সুযোগ নেই। আমি বলছি না, আপনাকে খেলার জন্য লড়তে হবে। কিন্তু একজন প্লেয়ারকে কিন্তু বিচার করা হয় বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলার পরে।'