শৃঙ্খলাই অস্ত্র মাশরাফির

ছবি:

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের জার্সি গায়ে লিগের সর্বাধিক উইকেট শিকারের (৩৯ টি) রেকর্ড গড়েছেন মাশরাফি বিন মর্তুজা। আসলে ডাবল হ্যাটট্রিকও (টানা চার বলে উইকেট) করেছেন তিনি। আবাহনীর শিরোপা জয়ের পরে সাফল্য নিয়ে জানাতে গিয়ে বলেন,
'পারফর্মেন্সের রহস্য গোপন কিছুই না। পুরো ফোকাস রেখেছিলাম। কারণ আমি জানি আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না। এ কারণে পুরো লিগেই আমার ফোকাস ছিল। এর বাইরে সুশৃঙ্খল ছিলাম।
'নিয়মিত জিম করেছি, যতোটুকু অনুশীলন দরকার করেছি। খাওয়া-দাওয়ার ব্যাপারগুলোও মেনে চলেছি। উইকেটের যায়গায় আমি ভাগ্যবান বলতে হবে। কারণ উইকেট নিয়ে আমি ভাবিনি।'

মূলত মাশরাফির দুশ্চিন্তার কেন্দ্রে ছিল ফিটনেস। তবে সাফল্য পেতে বরাবরই ভাগ্যে বিশ্বাস করেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা। সাংবাদিকদের সামনে আরও জানিয়েছেন,
'আমি ভাগ্যে বিশ্বাস করি। হার্ড-ওয়ার্ক তো অবশ্যই দরকার। তবে এখানের ভাগ্যের সহায়তাও আছে। আমি যেভাবে চাচ্ছিলাম এবার সেভাবেই সব কিছু করতে পেরেছি।
'সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমি যেখানে ছিলাম, সেটা ধরে রাখা। ফিটনেসে যেন ঘাটতি না হয়, সেইদিকে মনোযোগী হওয়া। এইসব জায়গায় আমি কাজ করতে চেয়েছি, কখনোই চিন্তা করিনি উইকেট নিতে হবে।'