মাহমুদুল্লাহকে 'টি-টুয়েন্টি'র ব্যাটসম্যান বানিয়েছিলেন হাথুরুসিংহে

ছবি:

টি-টুয়েন্টিতে সবসময় প্রশ্নবিদ্ধ ছিল মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং। ধীরগতির ব্যাটিং, উইকেটে এসে সময় নিয়ে থিতু হওয়ার কারনেই মুলত সমালোচিত হচ্ছিলেন তিনি। তবে এসব সমস্যা তিনি কাটিয়েছেন সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের সাহায্যেই।
বিডিনিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মাহমুদুল্লাহ জানান, 'এই ক্ষেত্রে হাথুরুসিংহের বড় একটা কৃতিত্ব ছিল। সে সময় আমার স্ট্রাইক রেট মনে হয় ১০২ কিংবা ১০৫ ছিল। আমিও জানতাম, এই স্ট্রাইক রেট নিয়ে টেকা যাবে না। দলে প্রতিদ্বন্দ্বিতাও বাড়ছিল।
'হাথুরুসিংহে তখন বলল যে ‘টি-টোয়েন্টিতে তুমি ছয়ে ব্যাট করবে। সেটির জন্য প্রস্তুত হও।’ আমি তার কাছেই জানতে চাইলাম যে আমার কি করা উচিত। তখন আমি টি-টোয়েন্টিতে শুরু থেকে মারতে মারতাম না। কিন্তু ছয়ে খেলতে হলে শুরু থেকে মারতে হবে। আরও অনেক কিছু বদলানো দরকার ছিল।'

উল্লেক্ষ, ২০১৬ সালে খুলনায় জাতীয় দলের ক্যাম্পে সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে টি-টুয়েন্টির ব্যাটিং নিয়ে কাজ করেছিলেন মাহমুদুল্লাহ। সেই প্রসঙ্গ টেনে এনে বলেন,
'খুলনার সেই ক্যাম্প থেকে আমি নতুন করে অনুশীলন শুরু করি। ওই সময় হাথুরুসিংহে সত্যি বলতে অনেক সাহায্য করেছিল। ছয়ে নেমে একটি বা দুটি বলের বেশি দেখার সুযোগ নেই। তার পরই মারতে হবে।
'আমার তাই নিজের গণ্ডি থেকে বের হওয়া জরুরি ছিল। আমি নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম। সবার সমর্থনে মনে হয় কিছুটা পেরেছি। এখন প্রথম বল থেকেই মারতে পারি, অন্তত এই বিশ্বাসটা আছে।'