শান্তর ফিফটিতে আবাহনীর সেঞ্চুরি

ছবি:

মিরপুরে সুপার লীগের খেলায় মুখোমুখি হয়েছে আবাহনী এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় খেলাঘর। আমন্ত্রন পেয়ে শুরুটাও দারুণ করেছে আবাহনী।
আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান দলের দুই ওপেনার এদিনেও দারুণ সূচনা এনে দেন দলকে। এনামুল হক বিজয় করেন ২৭ রান এবং নাজমুল হোসেন শান্ত করেন ৫৪ রান (ছয়টি চার, একটি ছক্কা)।
দলীয় ৬৪ রানে এনামুল ফিরে যাওয়ার পর দলীয় ১০০ রানে ফিরে গেছেন শান্তও। এই রিপোর্ট লিখার সময় ১৯.৫ ওভারে আবাহনীর সংগ্রহ তিন উইকেটের বিনিময়ে ১০৫ রান। উইকেটে আছেন ইয়াশপাল সিং (২*) এবং অধিনায়ক নাসির হোসেন (১*)।

এই মাত্র ১৮ রান করে ফিরে গিয়েছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।
আবাহনী একাদশঃ- এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন (উইকেটকিপার), ইয়াশপাল সিং, নাসির হোসেন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাক্লাইন সজিব।
খেলাঘর একাদশঃ- মাহিদুল ইসলাম অঙ্কন, সাব্বির (উইকেটকিপার), তানভীর ইসলাম, রবিউল ইসলাম, ইরফান আহমেদ, আঞ্জুম আহমেদ, নাজিমুদ্দিন (অধিনায়ক), মাসুম খান, সাদিকুর রহমান, আব্দুল হালিম, এন বধরা, মইনুল ইসলাম।