মাশরাফির ছোঁয়াতেই আশরাফুলের বদলে যাওয়া

ছবি:

ক্রিকেটে নতুন করে ফেরত আসার পরে ফিটনেস নিয়ে নানান সমস্যায় ছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উৎসাহে নতুন উদ্যমে ফিটনেস নিয়ে কাজ করা শুরু করেন আশরাফুল।
আর তাতেই মিলেছে ফল। এবারের ঢাকা প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত পাঁচটি সেঞ্চুরি করেছেন আশরাফুল। আর ফিটনেস বদল করাতেই এমনটা সহজ হয়েছে তার, যেটা তিনি করেছেন মাশরাফির পরামর্শেই।
মিডিয়াকে আশরাফুল জানান, 'পরপর দুইটা ম্যাচে শূন্য মারার পর একদিন ড্রেসিং রুমে এসেছিলো (মাশরাফি)। তখন আমাকে এসে বলছে ফিটনেসটা নিয়ে কাজ করতে। বলল, ফিটনেসটা ঠিক করতে পারলে এখানে রান করা কোন ব্যাপার না, আমার জন্য। তো তখন থেকেই এ নিয়ে কাজ করছি। এখন অনেকটা ফিট।

'আল্লাহর রহমতে ভালো হয়েছে। সুপার লিগে উঠতে পারিনি। এমনকি দল নেমে গেছে রেলিগেশনে। দুইটা ম্যাচ বোনাস খেলতে পারছি। তো এটা দলের জন্য কিছুই হয় নাই। ব্যক্তিগতভাবে সুযোগ ছিলো। সে সুযোগ কাজে লাগাতে পেরেছি। এটাই ভালো লাগছে।'
বিপিএলের মাধ্যমে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য বিদায় নেওয়া আশরাফুল আবারো ফিরতে চান বিপিএল দিয়েই। ঢাকা লিগের শেষ হওয়ার পরে বিসিএলের শেষ তিন রাউন্ডের খেলায় অংশ নেবেন তিনি। এরপরেই বিপিএলের জন্য ফিটনেস প্রস্তুতি নিতে শুরু করবেন তিনি, এমনটাই জানিয়েছেন।
'সামনে বিসিএল আছে। এরপর বেশ লম্বা একটা সময় বিরতি আছে। ওই সময়টাকে কাজে লাগাতে হবে। ফিটনেসটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে বিপিএলে মনে হয়, আমি সম্পূর্ণ ফিট।'