promotional_ad

মাশরাফির ছোঁয়াতেই আশরাফুলের বদলে যাওয়া

promotional_ad

ক্রিকেটে নতুন করে ফেরত আসার পরে ফিটনেস নিয়ে নানান সমস্যায় ছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উৎসাহে নতুন উদ্যমে ফিটনেস নিয়ে কাজ করা শুরু করেন আশরাফুল।


আর তাতেই মিলেছে ফল। এবারের ঢাকা প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত পাঁচটি সেঞ্চুরি করেছেন আশরাফুল। আর ফিটনেস বদল করাতেই এমনটা সহজ হয়েছে তার, যেটা তিনি করেছেন মাশরাফির পরামর্শেই।


মিডিয়াকে আশরাফুল জানান, 'পরপর দুইটা ম্যাচে শূন্য মারার পর একদিন ড্রেসিং রুমে এসেছিলো (মাশরাফি)। তখন আমাকে এসে বলছে ফিটনেসটা নিয়ে কাজ করতে। বলল, ফিটনেসটা ঠিক করতে পারলে এখানে রান করা কোন ব্যাপার না, আমার জন্য। তো তখন থেকেই এ নিয়ে কাজ করছি। এখন অনেকটা ফিট।



promotional_ad

'আল্লাহর রহমতে ভালো হয়েছে। সুপার লিগে উঠতে পারিনি। এমনকি দল নেমে গেছে রেলিগেশনে। দুইটা ম্যাচ বোনাস খেলতে পারছি। তো এটা দলের জন্য কিছুই হয় নাই। ব্যক্তিগতভাবে সুযোগ ছিলো। সে সুযোগ কাজে লাগাতে পেরেছি। এটাই ভালো লাগছে।'


বিপিএলের মাধ্যমে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য বিদায় নেওয়া আশরাফুল আবারো ফিরতে চান বিপিএল দিয়েই। ঢাকা লিগের শেষ হওয়ার পরে বিসিএলের শেষ তিন রাউন্ডের খেলায় অংশ নেবেন তিনি। এরপরেই বিপিএলের জন্য ফিটনেস প্রস্তুতি নিতে শুরু করবেন তিনি, এমনটাই জানিয়েছেন।


'সামনে বিসিএল আছে। এরপর বেশ লম্বা একটা সময় বিরতি আছে। ওই সময়টাকে কাজে লাগাতে হবে। ফিটনেসটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে বিপিএলে মনে হয়, আমি সম্পূর্ণ ফিট।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball