পিএসএলের ফাইনাল নিয়ে শঙ্কায় তামিম

ছবি:

পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) খেলতে গিয়ে নয়, সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতেই হাঁটুতে ব্যথা পেয়েছিলেন পেশোয়ার জালমির বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।
একদিন আগেই স্থানীয় এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। আর আজ প্রথম আলোকে বিষয়টি জানিয়েছেন তামিম নিজেই।
মুঠোফোনে তামিম জানিয়েছেন, 'নিদাহাস ট্রফিতে অনেক কষ্ট করে ব্যথা নিয়ে খেলেছি। তবু ফাইনালে ফিল্ডিং করতে পারিনি। পিএসএলে যে ম্যাচটা খেলেছি, ফিল্ডিং করতে পারিনি তাতেও। ফাইনাল খেলব কি না নির্ভর করছে এখানে ডাক্তাররা কী বলেন তার ওপর।'

উল্লেখ্য, নিদাহাস ট্রফির ফাইনালে, ভারতের বিপক্ষে ম্যাচটিতে তামিমের বদলে ফিল্ডিং করেছিলেন আরিফুল হক। সেই ম্যাচ শেষেই গেল রবিবার (১৮ মার্চ) শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে গিয়েছেন তামিম।
এরপরে পিএসএলে এলিমিনেটর-১ এর ম্যাচে দলের সঙ্গে ছিলেন তিনি। তবে এলিমিনেটর-২ এর ম্যাচটি খেলেননি তিনি। চিকিৎসার কাজে থাইল্যান্ডে উড়ে গিয়েছেন তিনি। প্রথম এলিমিনেটরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে তামিম করেন ২৭ রান।
এদিকে বিসিবির আরেকটি সূত্র অনুযায়ী, পিএসএলের ফাইনাল খেলা হচ্ছে না তামিমের। ২৫ই মার্চ দেশে ফেরত আসবেন তিনি। সূত্রটি জানিয়েছে, ব্যাংককের ডাক্তাররা তাকে অপারেশনের কথাই বলবে, তাই বিসিবি চিকিৎসকদের সঙ্গে সেই বিষয়ে আলাপ করতে আসবেন তামিম।