শ্রীলংকায় ইনজুরি নিয়েই খেলেছিলেন তামিম!

ছবি:

পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) খেলতে গিয়ে নয়, সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতেই হাঁটুতে ব্যথা পেয়েছিলেন পেশোয়ার জালমির বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।
এই বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। বাংলানিউজকে এই প্রসঙ্গে তিনি জানান,
'ব্যথা গুরুতর হলে নিশ্চয়ই বোর্ডের মেডিকেল বিভাগের সাথে যোগাযোগ করতেন। যেহেতু তিনি ব্যথাটি বেশ কিছুদিন যাবৎ বয়ে বেড়াচ্ছিলেন সেহেতু হাঁটুর স্ক্যান করাতে তিনি ব্যাংকক গিয়েছেন।'

অবশ্য বিসিবি চিকিৎসকের কথার প্রমাণ পাওয়া গিয়েছিলো নিদাহাস ট্রফির ফাইনালে। ভারতের বিপক্ষে সেই ম্যাচে তামিমের বদলে ফিল্ডিং করেছিলেন আরিফুল হক। সেই ম্যাচ শেষেই গেল রবিবার (১৮ মার্চ) শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে গিয়েছেন তামিম।
এরপরে পিএসএলে এলিমিনেটর-১ এর ম্যাচে দলের সঙ্গে ছিলেন তিনি। তবে এলিমিনেটর-২ এর ম্যাচটি খেলেননি তিনি। চিকিৎসার কাজে থাইল্যান্ডে উড়ে গিয়েছেন তিনি। প্রথম এলিমিনেটরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে তামিম করেন ২৭ রান।
এদিকে বিসিবির আরেকটি সূত্র অনুযায়ী, শুধুমাত্র ইনজুরি সারাতেই ব্যাংকক যাননি তামিম! জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট খেলার ব্যস্ততা না থাকায় থাইল্যান্ডে পরিবারকে সঙ্গে নিয়ে সময় কাটাতে গিয়েছেন তিনি।