ডিপিএলে বিজয়দের ছাড়িয়ে গেলেন মেনারিয়া

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ। ১১ ম্যাচ শেষে ডিপিএলের রান তালিকার শীর্ষে অবস্থান করছেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ভারতীয় রিক্রুট অশোক মেনারিয়া।
আইপিএলে রাজস্থানের হয়ে খেলা এই ক্রিকেটার ডিপিএলে ১১ ম্যাচ খেলে ৮১.৪২ গড়তে করেছেন ৫৭০ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি ছয়টি হাফ সেঞ্চুরি আছে তার। রান তালিকার দ্বিতীয়তে আব্দুল মজিদ।

লিজেন্ডস অফ রুপগঞ্জের এই ক্রিকেটারের সংগ্রহ ৫৩.৬০ গড়ে ৫৩৬ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি চারটি হাফ সেঞ্চুরি আছে তার। তালিকার তৃতীয় স্থানে আছেন লিজেন্ডস অফ রুপগঞ্জের আরেক ব্যাটসম্যান নাইম ইসলাম।
মজিদের সমান সংখ্যক সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি সহকারে নাইমের সংগ্রহ ৫২৯ রান। এছাড়া তালিকার চতুর্থ অবস্থানে আছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের আল আমিন (৪৯৫ রান)।
পঞ্চম স্থানে আছেন আবাহনী লিমিটেডের এনামুল হক বিজয় (৪৯০ রান)। লীগে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ আশরাফুল (তিনটি)। এছাড়া দুটি করে সেঞ্চুরি আছে নাজমুল ইসলাম শান্ত, জহরুল ইসলাম এবং লিটন দাসের।