মোহামেডানের বিপক্ষে নামছেন আশরাফুলরা

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের খেলায় মঙ্গলবার দিন মাঠে নামছে ছয়দল। বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের (পয়েন্ট টেবিলে নবম) বিপক্ষে মাঠে নামবে আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্র (পয়েন্ট টেবিলে বারোতম)।
ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব (পয়েন্ট টেবিলে সপ্তম) মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের (পয়েন্ট টেবিলে দশম)। আর মিরপুরে লিজেন্ডস অফ রূপগঞ্জ (পয়েন্ট টেবিলে দ্বিতীয়) লড়বে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে (পয়েন্ট টেবিলে এগারতম)।
সবগুলো ম্যাচই শুরু হবে সকাল নয়টায়। বরাবরের মতোই ক্রিকফ্রেঞ্জির অফিসিয়াল ওয়েবসাইট থেকে খেলার সমস্ত আপডেট পাওয়া যাবে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব : সাকিব আল হাসান, ইরফান শুক্কুর, কাজী অনিক ইসলাম, এনামুল হক, মোহাম্মদ আজিম, এবাদত হোসেন, বিশ্বনাথ হালদার, জনি তালুকদার, আমিনুল ইসলাম, সাঈদ সরকার, তাইজুল ইসলাম, রকিবুল হাসান, শামসুর রহমান, রনি তালুকদার, শুভাশিস রায়।

কলাবাগান ক্রীড়া চক্র : তামিম ইকবাল, তাইবুর রহমান, রাহাতুল ফেরদৌস, জসিম উদ্দিন, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান, ফারুক হোসেন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক, মুক্তার আলী, নাবিল সামাদ, আবুল হাসান।
শেখ জামাল ধানমণ্ডি ক্রিকেট ক্লাব : আবু জায়েদ চৌধুরী, নাজমুল ইসলাম অপু, সৈকত আলী, সাজেদুল ইসলাম, পিনাক ঘোষ, মোহাম্মদ হাসানুজ্জামান, রবিউল হক, শেখ নাজমুল হোসেন, মাহমুদুল হক সেতু, জিয়াউর রহমান, সোহাগ গাজী, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার, ইলিয়াস সানি।
ব্রাদার্স ইউনিয়ন : ইয়াসির আলী চৌধুরী, খালেদ আহমেদ, সোহরাওয়ার্দী শুভ, ইফতেখার সাজ্জাদ, মেহেদী হাসান রানা, শাকিল হোসেন, মেহরাব হোসেন জোশি, রনি হোসেন, নাজমুস সাদাত, অলক কাপালী, জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, নিহাদ-উজ-জামান।
লিজেন্ডস অব রূপগঞ্জ : মুশফিকুর রহিম, আব্দুল মজিদ, তুষার ইমরান, অভিষেক মিত্র, মোহাম্মদ শহীদ, নাঈম শেখ, নাজমুল হোসেন মিলন, মেহেদী হাসান, সালাউদ্দিন পাপ্পু, রুবেল মিয়া, মোশাররাফ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ শরিফ, আসিফ হাসান, হামিদুল ইসলাম।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব : আল আমিন হেসেন, ধীমান ঘোষ, সালমান হোসেন, শাহবাজ চৌহান, সাইমন আহমেদ, ইসলামুল আহসান, গোলাম কবীর, সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, আজমীর আহমেদ।