নাগিন নাচের ব্যাখ্যায় মুশফিক

ছবি:

নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার সঙ্গে রেকর্ড রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ দল। আর ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন মুশফিক।
তার ৩৫ বলে অপরাজিত ৭২ রানের কল্যাণেই সেদিন অবিস্মরণীয় জয় পেয়েছিলো বাংলাদেশ। আর ম্যাচটি জিতেই মুশফিক 'নাগিন ড্যান্স' দেওয়ার ভঙ্গিতে জয় উদযাপন করেন।

শ্রীলংকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ঐতিহাসিক জয় পায় টাইগাররা। আর সেই ম্যাচেও নাগিন ড্যান্সে মুখরিত থাকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। দেশে ফিরে সেই উদযাপন নিয়ে মুখ খুলেছেন মুশফিকুর রহিম।
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, 'প্রত্যেকটা ম্যাচই ভিন্ন। প্রতিটা ম্যাচেরই ভিন্ন পরিস্থিতি, ভিন্ন রকম অনুভূতি থাকে।
'এমন একটা ম্যাচ জেতার পর...শেষ পর্যন্ত কেউ ভাবেনি ওই ম্যাচটা আমরা জিততে পারবো। এগুলো আসলে বলে কয়ে আসে না। এটাতো শুধু একটা উদযাপন। হতেই পারে।'