promotional_ad

রুবেলের উন্নতির দিনে সাকিবের অবনমন

promotional_ad

টান টান উত্তেজনার নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচটি শেষ হওয়ার পরেই টি-টুয়েন্টি র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেট নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সেখানেই উন্নতি হয়েছে রুবেলের, আর অবনমন ঘটেছে সাকিবের।


অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আরো এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন নিদাহাস ট্রফির শুরুর তিন ম্যাচ না খেলা সাকিব। তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ছয় নম্বরে। যৌথভাবে তার সঙ্গে অবস্থান করছেন শ্রীলঙ্কান থিসারা পেরেরা।


এদিকে বোলারদের তালিকায় রুবেল হোসেন ৪০ ধাপ এগিয়ে এসে ৪২ নম্বরে জায়গা করে নিয়েছেন। কিন্তু সিরিজে রুবেলের সমান সংখ্যক উইকেট (সাত) নিলেও এক ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান। 


আর বোলিং তালিকার ১৩ নাম্বারে আছেন সাকিব। এদিকে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম (১৯৯ রান) ১৪ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন। 



promotional_ad

এছাড়াও ব্যাটিংয়ের ১৮ নম্বরে আছেন সাব্বির রহমান, ৩১ নম্বরে সৌম্য সরকার, তামিম ইকবাল আছেন ৪০ নম্বরে। আর মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ এবং সাকিব আল হাসান আছেন ৪৫ নম্বরে স্থানে।


টি-টুয়েন্টির সেরা দশ দল: পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ।


টি-টুয়েন্টির সেরা দশ ব্যাটসম্যান: কলিন মুনরো, গ্লেন ম্যাক্সওয়েল, বাবর আজম, অ্যারন ফিঞ্চ, মার্টিন গাপটিল, এভিন লুইস, অ্যালেক্স হেলস, বিরাট কোহলি, মোহাম্মদ শাহজাদ, হ্যামিল্টন মাসাকাদজা।


টি-টুয়েন্টির টপ টেন বোলার: রশিদ খান, যুজভেন্দ্র চাহাল, ইশ সোধি, স্যামুয়েল বদ্রি, ইমাদ ওয়াসিম, মিচেল স্যান্টরনার, ইমরান তাহির, মুস্তাফিজুর রহমান, সুনীল নারাইন, মোহাম্মদ নাভিদ।



টি-টুয়েন্টির সেরা পাঁচ অলরাউন্ডার: গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ নবী, সাকিব আল হাসান, মারলন স্যামুয়েলস, জেপি ডুমিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball