টপঅর্ডারের পারফর্মেন্সে অসন্তুষ্ট মাহমুদুল্লাহ

ছবি:

১৭৬ রানের লক্ষ্য অতিক্রম করা অসম্ভব ছিল না, যদি টাইগার টপঅর্ডার শুরু থেকেই একটু দেখে শুনে খেলতো; মনে করছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তামিম, সৌম্য বা লিটনের দিকেই পরিষ্কার ভাবে ইঙ্গিত করছেন তিনি। একইসাথে বোলারদের পারফর্মেন্সেও তৃপ্ত নন মাহমুদুল্লাহ। বুধবারের ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে জানান,
'আজকে সব মিলিয়ে যদি পারফরম্যান্স দেখেন, বোলিংয়ের শুরু ভালো হয়েছিল প্রথম ৮-১০ ওভার। শেষ দিকে ২-৩টি ওভারে বেশি রান হয়েছে। সেখানে ১০টি রানও কম দিতে পারলে হয়ত বা ভালো হতো। ব্যাটিংয়েও ১৬০ রানের মধ্যে মুশির একাই ৭২। টপ অর্ডারে আরেকজন ভালো করতে পারলে হয়ত ব্যবধান গড়া যেত।

'সেটি আমরা পারিনি। আমার মতে, ওই রান তাড়া করার মতই ছিল। আমার বিশ্বাস ছিল আমরা পারব। কিন্তু মুশি ছাড়া আর কেউ ভালো করতে পারেনি। তামিম যদিও দ্রুত রান নিয়ে শুরু করেছিল, কিন্তু আরেকজন যদি দ্রুত ২৫-৩০ রানের ইনিংস খেলতে পারত, তাহলে অন্যরকম হতো।”
দেখে শুনে ব্যাটিং করার আইডল সেই ম্যাচেই ছিল, মানছেন রিয়াদ। মুশফিকের পাশাপাশি ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং মুগ্ধ করেছে তাকে। রোহিতের ৮৯ রানের প্রশংসা করতে গিয়ে বলেন,
'রোহিত শুরুতে সময় নিয়েছে। ইনিংসটি আস্তে আস্তে গড়েছে। খুব ভালো ব্যাট করেছে। আমরা হয়ত শুরুতে খুব তাড়াহুড়ো করেছি। এই জায়গাগুলোয় উন্নতি করতে হবে আমাদের। আরও পরিষ্কার ভাবনা ও পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে।'