promotional_ad

এখনও ফাইনালে খেলার সুযোগ আছে বাংলাদেশের

promotional_ad

নিদাহাস ট্রফিতে নিজেদের সর্বশেষ ম্যাচে ভারতের কাছে ১৭ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এই পরাজয়ের পরও সিরিজের ফাইনালে যাওয়ার আশা জিইয়ে আছে রিয়াদ বাহিনীর।


এর জন্য শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতে জয় পেতেই হবে টাইগারদের। শ্রীলঙ্কাকে হারাতে  পারলে ৪ ম্যাচে ২ জয় নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ভারতের মুখোমুখি হতে পারবে রিয়াদের দল।


অপরদিকে বাংলাদেশের কাছে হারলে সিরিজ থেকেই বিদায় নিতে হবে স্বাগতিক লঙ্কানদের। কেননা প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে পরাজিত হতে হয়েছিলো তাদের।



promotional_ad

তবে বাংলাদেশের বিপক্ষে শুক্রবারের ম্যাচে জয় পেলে ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে থিসারা পেরেরার দল। কারণ সেক্ষেত্রে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে হবে ৪ এবং বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হবে ২ পয়েন্ট নিয়েই। 


এদিকে ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচটিতে হেরে যাওয়ার ফলে রান রেটে বেশ পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার আগে মাহমুদুল্লাহদের রান রেট ছিলো -০.২৩১।  ভারতের কাছে ১৭ রানে হেরে যাওয়ায় বর্তমানে তাদের রান রেট কমে দাঁড়িয়েছে -০.৪৩৬ এ।


অবশ্য এই রান রেটের সমীকরণ খুব একটা প্রয়োজন পড়ছে না ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে তা নির্ধারণ করার ক্ষেত্রে। কেননা শুক্রবার যে দল জয়ী হবে তারাই ফাইনালে পা রাখতে সক্ষম হবে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball