promotional_ad

ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন স্টোকস

promotional_ad

ব্রিস্টলে নাইট ক্লাব ঘটনায় ইংলিশদের হয়ে অ্যাশেজে খেলা হচ্ছে না তারকা অলরাউন্ডার বেন স্টোকসের। তবে টেস্ট সিরিজের পর অজিদের বিপক্ষে ওয়ানডে দলে বেন স্টোকসকে রেখেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।


কিন্তু পুলিশি তদন্তের রায় এখনো নিষ্পত্তি না হওয়ায় এবার ওয়ানডে দল থেকেও বাদ পড়তে হচ্ছে এই অলরাউন্ডারকে। গত সেপ্টেম্বরে ওয়েস্ট সিরিজ চলাকালীন সময়ে ব্রিস্টলে নাইট ক্লাবের সামনে মারামারিতে জড়িয়ে পড়েন এই ক্রিকেটার।


এরপর থেকে ইংলিশদের দলে উপেক্ষিত থাকেন এই অলরাউন্ডার। ব্রিস্টল ঘটনার জের ধরে সেই রাতে জেল হাজতেও থাকতে হয় এই ইংলিশম্যানকে। পরবর্তীতে মুক্তি পেলেও বিষয়টি পুলিশের তদন্তের অধীনে থাকে। 



promotional_ad

প্রায় দুইমাস পর গত নভেম্বরের শেষের দিকে পুলিশ তদন্ত শেষ করলেও রায়ের জন্য বিষয়টি সর্বোচ্চ আদালতে পাঠানো হয়। কিন্তু একমাস পার হয়ে গেলেও আদালতের রায় এখনো ঘোষণা করা হয়নি।


তবে রায় না হলেও ইসিবি অজিদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রাখে স্টোকসকে। তবে এখনো বিষয়টি ফয়সালা না হওয়ায় ফের দল থেকে বাদ পড়তে হচ্ছে ইংল্যান্ডের হয়ে ৬২ ওয়ানডে খেলা এই ক্রিকেটারকে। 


স্টোকসের পরিবর্তে দলে জায়গা করে নিতে পারেন অ্যাশেজে ব্যাট হাতে ফর্মে থাকা বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড মালান। তবে স্টোকস দল থেকে বাদ পড়লেও দলে থাকছে একই ঘটনায় অভিযুক্ত আরেক ক্রিকেটার অ্যালেক্স হেলস।



ওপেনার হেলসের বিপক্ষে পুলিশের কোন অভিযোগ না থাকায় খেলা চালিয়ে যেতে পারবেন এই ব্যাটসম্যান। এদিকে, সিডনি টেস্টের পর ১৪ ই জানুয়ারি থেকে মেলবোর্নে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball